ভারতের কোচ হতে মাত্র ১ জনের আবেদন!

ভারতের কোচ হতে মাত্র ১ জনের আবেদন!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন রাহুল দাব্রিড়। তার জায়গায় নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। গত ২৭ মে যেই আবেদনের মেয়াদ শেষ হয়েছে। এখন আবেদন পত্র যাচাই করে নতুন কোচ নিয়োগের পালা। সেই কাজটি করতে গিয়েই আবেদন পত্র যাচাই প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। যেখানে যোগ্য প্রার্থী হিসেবে কেবল একজনই আবেদন করেছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। তিনি হলেন গৌতম গম্ভীর।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের তিন উপদেষ্টা কমিটি আশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক প্রথমে জুম মিটিংয়ে সাক্ষাৎকার নেবেন গৌতম গম্ভীরের। সেই সাক্ষাৎকার হতে পারে আজই। যেখানে গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা শেষে বোর্ডের কাছে নিজেদের মতামত তুলে ধরবেন তারা। কোচ নিয়োগের বাইরেও নির্বাচক প্যানেলের বাছাই প্রক্রিয়া করবেন তারা। কেননা, নির্বাচক সলিল আনকোলার ও প্রধান নির্বাচক অজিত আগারকার দু’জনেই পশ্চিমাঞ্চলের। তাই নতুন করে নির্বাচক নেওয়া হবে উত্তরাঞ্চল থেকে।

তাদের নিয়োগের বিষয়টি ঠিক করে উপদেষ্টা কমিটি বোর্ডকে নিজেদের মতামত জানাবে। এরপর বোর্ড কোচ ও নির্বাচক নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘একজন নির্বাচক এবং জাতীয় দলের হেড কোচের জন্য মঙ্গলবার সাক্ষাৎকার নেওয়া হবে। তারপরে আমরা নিজেদের সুপারিশ পাঠাব বোর্ডের কাছে। বোর্ড তারপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।’

ভারতের প্রধান কোচ হতে অবশ্য এগিয়ে আছে দেশটির সাবেক ক্রিকেটাররাই। কেননা, বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন, কোচ হিসেবে এমন কাউকেই তারা খুঁজছে. যাদের ভারতের সংস্কৃতি ও ঘরোয়া ক্রিকেট নিয়ে ভালো ধারণা আছে। তাছাড়া কোচ নিয়োগের জন্য কোনো অজি ক্রিকেটারের কাছেও বিসিসিআই হাজির হয়নি বলেও সে সময় মন্তব্য করেছিলেন তিনি। এরপর ভারতের কোচ হওয়ার জন্য নিজের ইচ্ছের কথা জানিয়েছেন গম্ভীর।

সম্পর্কিত খবর