বিবৃতি দিয়ে বাবরদের সমর্থন চেয়েছে পিসিবি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ভারতে পা রেখেছিল পাকিস্তান। এরপর নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাবার আজমের দল। দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাটাও তাই বেড়ে গিয়েছিল। তবে সবশেষ তিন ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় দলটিকে নিয়ে এখন হচ্ছে সমালোচনা।
আফগানদের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো হারের পর থেকে দেশটির সমর্থক ও সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছে বাবার ও পাকিস্তান দলকে। যা নেতিবাচক প্রভাব ফেলছে দলের ওপর।
এই অবস্থায় বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে আগামীকাল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। যেখানে হারলে অনেকটাই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। এমন পরিস্থিতিতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে পাকিস্তান দলের সমর্থন চেয়েছে পিসিবি।
বিবৃতিতে পাকিস্তান দলের প্রতি দেশটির ক্রিকেট সম্প্রদায়ের সমর্থনের আহ্বান জানিয়ে পিসিবি জানায়, ‘টানা তিনটি পরাজয়ের পর ভক্তদের আবেগ ও অনুভূতি বুঝতে পারছি আমরা। এটা চ্যালেঞ্জিং সময়। বোর্ড প্রশাসন আশা করছে, এই পরিস্থিতিতে ভক্তরা অধিনায়ক বাবর আজমকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।’
বিশ্বকাপে এখনও চারটি ম্যাচ বাকি পাকিস্তানের। সেখান থেকে তিনটিতে জয় পেলেও সেমিফাইনালে পা রাখার কথা দলটির। আর তাই এই পরিস্থিতিতে বাবরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি বলছে, ‘এখনও চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। পিসিবি আশাবাদী আমাদের দল বিপত্তি কাটিয়ে উঠবে। আসন্ন ম্যাচগুলিতে ইতিবাচক এবং কার্যকরভাবে পারফর্ম করবে। কাজেই ভক্ত ও প্রাক্তন ক্রিকেটার ও স্টেকহোল্ডারদের বলব দলের পাশে থেকে তাদের উৎসাহিত করুন। কেননা তারা এই মেগা ইভেন্টের বিজয়ী হতে সর্বাত্মক চেষ্টা করছে।’