‘দারুণ এক পারফর্মারকে পেয়েছে বাংলাদেশ’
এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় লেগস্পিনার রিশাদ হোসেন। দারুণ ঘূর্ণিতে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াচ্ছেন তিনি। সঙ্গে দলের প্রয়োজনের মুহূর্তে দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিচ্ছেন রিশাদ। একজন লেগস্পিনারের কাছ থেকে যা আশা করে দল। রিশাদ যেন এবারের বিশ্বকাপে তাই করে দেখাচ্ছেন। গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে দুটিতেই সরাসরি ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন রিশাদ। এমন একজন পারফর্মারে তাই মুগ্ধ না হয়ে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে রিশাদের শিকার ৭ উইকেট। তার চেয়েও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রিশাদ। দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্রেক থ্রু এনে দিয়ে দলকে জিতিয়েছেন রিশাদ। সবশেষ ম্যাচেও দারুণ কার্যকর ছিলেন রিশাদ। উইকেট না পেলেও নেপালের বিপক্ষে খরচ করেছেন মাত্র ১৫ রান। যা অল্প পুঁজিতেও ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে বাংলাদেশকে।
ক্রিকবাজের গ্রুপ পর্বের রিভিউতে বিভিন্ন দল নিয়ে আলোচনায় তাই রিশাদে মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার কার্তিক, ‘পছন্দের ক্রিকেটার হিসেবে (ডি গ্রুপ থেকে) আমি রিশাদ হোসেনকে বেছে নেব। সে যেভাবে বল করেছে তাতে আমি ভীষণ মুগ্ধ। সে উইকেটকে দারুণভাবে ব্যবহার করছে। ফায়দা নিয়েছে। সে হয়ত খুব বেশি উইকেট নেয়নি, কিন্তু সে দেখিয়েছে সে কত ভালো একজন প্রতিভা।’
রিশাদকে পেয়ে বাংলাদেশে লেগস্পিনারের হাহাকার দূর হবে বলেও মনে করেন কার্তিক। তিনি বলেন, ‘আপনি বাংলাদেশ থেকে রিষ্ট স্পিনার বেরিয়ে আসতে খুব একটা দেখবেন না। আমার মনে হয় রিশাদের মাঝে তারা একজন দুর্দান্ত ক্রিকেটার খুঁজে পেয়েছে।’
ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। যেখানে গ্রুপ ১ এ বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২২ জুন ভারতের বিপক্ষে ও ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।