ভারতীয় ভেবে ভক্তকে মারতে গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি পাকিস্তান দল। স্বাভাবিকভাবেই বেশ সমালোচনার শিকার হতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হারিস রউফের এক ভিডিও। যেখানে দেখা যায়, ফ্লোরিডায় স্ত্রীর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন পাকিস্তানের এই তারকা পেসার। এ সময় তাদের কিছু একটা বলে এক ভক্ত। যা সহ্য করতে না পেরে ওই ভক্তের দিকে তেড়ে যান হারিস। প্রথমে হারিস ওই ব্যক্তিকে ভারতীয় ভেবে মারতে উদ্যত হলেও পরে নিজেকে পাকিস্তানি হিসেবে দাবি করে রক্ষা পান ওই ভক্ত।
এবারের বিশ্বকাপে মোটেও সময়টা ভালো কাটেনি পাকিস্তানের। নানা ইস্যুতে বিতর্কিত হতে হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। এরমধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে হেরে এক রকম বিদায়ই হয়ে গিয়েছিল ভারতের। যার ফলে সব দিক থেকেই বিতর্কিত হতে হচ্ছিল ভারতীয় দলকে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে মন ভালো থাকে না ক্রিকেটাররা। আর তখনই ভক্তদের কাছ থেকে কটূক্তির শিকার হয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি হারিস।
ঘটনার সময় হারিসকে দেখা গেছে ভক্তের দিকে তেড়ে যেতে। এ সময় তার স্ত্রী তার সঙ্গেই ছিলেন। তিনি হারিসকে থামানোর চেষ্টা করলেও থামেননি হারিস। মারতে যান ওই ভক্তকে। পরে ওই ভক্তের সঙ্গে থাকা আরও কয়েকজন এসে হারিসকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় হারিসকে বলতে শুনা গেছে, আপনি অবশ্যই ভারতীয় হবেন। যার উত্তরে ওই ভক্ত নিজেকে পাকিস্তানি দাবী করে বলেন, আমি পাকিস্তান থেকে এসেছি। এমন কথার পর যা নিয়ে হচ্ছে হাস্যরস।
তবে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একটি বিবৃতি দিয়েছেন হারিস। যেখানে তিনি লিখেছেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় এটি না আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু ভিডিওটি প্রকাশিত হয়েছে, কাজেই আমি মনে করি পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন। পাবলিক ফিগার হিসাবে, আমরা জনসাধারণের কাছ থেকে সব ধরণের প্রতিক্রিয়া পাওয়ার জন্য প্রস্তুত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তারা রাখে। তবুও, যখন এটা আমার বাবা-মা বা আমার পরিবারের দিকে আসে, তখন আমি সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করব না। কেননা পেশা নির্বিশেষে আমরাও মানুষ এবং সবার পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপ ভরাডুবির পর দলের সঙ্গে দেশে ফিরে না গিয়ে লন্ডনে ছুটি কাটাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ৬ ক্রিকেটার। যারা হলেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান এবং আজম খান।