ইফতিখারকে ম্যাক্সওয়েল হতে বললেন আফ্রিদি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪০ পিএম | ২৬ অক্টোবর, ২০২৩

শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তান। তবে পরপর তিন ম্যাচে হেরে টুর্নামেন্টের এই অবস্থায় অনেকটাই ব্যাকফুটে তারা। সেখান থেকে ফিরতে হলে দলীয় পারফর্মের বিকল্প কিছু নেই। সেখানে দলের অলরাউন্ডারদের শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি পাকিস্তান দলের বর্তমান অলরাউন্ডার ইফতিখার আহমেদকে ম্যাক্সওয়েলের ভূমিকায় দেখতে চান। আসরের সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল যে ঝড়ো ইনিংস খেলেছেন, দলের প্রয়োজনে ঠিক সেরকম একটি অবদান ইফতিখারকেও রাখতে পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই হার্ড-হিটার।

ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ডের ভরে দলকে ৩৯৯ রানের বিশাল পুঁজি সংগ্রহে বড় ভূমিকা রাখেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েল। গতকাল দিল্লিতে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে (৩০৯ রান) ডাচদের বিপক্ষে এই ম্যাচ জিতে নেয় অজিরা।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা মারার রেকর্ড আফ্রিদির। তিনি বিশ্বাস করেন ইফতিখারও এরকম একটি ঝড়ো ইনিংস খেলার যোগ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি বলেন, “আমি আশা করি ইফতিখার আমাদের দলের জন্য এরকম একটি খেলা প্রদর্শন করবে। তার সেটি করার ক্ষমতা রয়েছে এবং উইকেটেও ব্যাটিং উপযোগী।”

খেলার দুনিয়া | ফলো করুন :