উইন্ডিজকে উড়িয়ে বার্তা দিয়ে রাখল ইংল্যান্ড

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৭ এএম | ২০ জুন, ২০২৪

দলটা টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। সে শিরোপাটা তারা ধরে রাখার ঘোষণা দিয়েই এসেছে এবারের বিশ্বকাপে। সে দলটা কি-না প্রথম রাউন্ডেই বিদায়ের শঙ্কায় ছিল! না, নিজেদের পারফর্ম্যান্সের কারণে নয়, তাদের পথ আরেকটু হলে আগলেই দাড়াচ্ছিল দুর্ভাগ্য। তবে ভাগ্য যদি বিপক্ষে কথা না বলে, তাহলে ইংল্যান্ড কী করতে পারে, তারই যেন একটা বার্তা দিল দলটা। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটা। ১৮১ রানের লক্ষ্য দলটা পার করে ফেলেছে মোটে ১৮ ওভারেই, তাও আবার ৮ উইকেট হাতে রেখে!

দশ ওভারে বিনা উইকেটে ৮২ থেকে ২০ ওভার শেষে ১৮০, তাও আবার দারুণ পাওয়ার হিটারদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ যখন পড়ে আছে নিচে! রানটা কম হয়ে গেল কি না ওয়েস্ট ইন্ডিজের, তা নিয়ে প্রশ্ন জাগছিল ইনিংস শেষে। তাদের শঙ্কাটা শেষমেশ সত্যিই হলো ম্যাচের শেষ বলটা হওয়ার পরে। 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যেভাবে শুরু হয়েছে, শেষটাও হয়েছে ওভাবেই। অর্থাৎ রানের গতি শুরু থেকে শেষ পর্যন্ত আটকে ছিল একটা জায়গাতেই। এই মাঠেই নিজেদের সবশেষ বিশ্বকাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে তুলেছিল ২১৮ রান। কিন্তু সে ব্যাটিংটা আজ করতে পারেনি ক্যারিবীয়রা। 

ব্রেন্ডন কিং শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর পাওয়ারপ্লেতে ৫৪ রান তোলে উইন্ডিজ। এরপর জনসন চার্লস আর নিকলাস পুরান খেলেন ত্রিশের ঘরের দুটো ইনিংস, যার স্ট্রাইক রেট ছিল ১১০ এর আশেপাশে। চার্লস করেন ৩৪ বলে ৩৮। ১৫তম ওভারের শেষে যখন পুরান ফিরছেন ৩২ বলে ৩৬ রান নিয়ে, তখন দলের রান ১৩৭। সেখান থেকে শেষ পাঁচ ওভারে দলটা তুলতে পেরেছে ৪৩ রান। শেষের দিকে জফরা আর্চাররা হাত খুলতে দেননি উইন্ডিজকে। শারফেন র‍্যাদারফোর্ড ১৫ বলে করেন ২৮। তার আগে রভম্যান পাওয়েল ১৭ বলে করেন ৩৬ রান। তাতে ক্যারিবীয়রা ইনিংস শেষ করে ১৮০ রান তুলে। 

জবাবে ফিল সল্টের ব্যাটে চড়ে ইংল্যান্ড শুরু থেকেই ছিল রান তাড়া করার কক্ষপথে। দলীয় ৬৭ রানে অধিনায়ক জস বাটলার ফেরেন ২২ বলে ২৫ রান নিয়ে। এরপর ১০ বলে ১৩ রান করা মইন আলীও ফেরেন। তবে সল্ট ছিলেন বলেই কোনো সমস্যা হয়নি ইংলিশদের। তৃতীয় উইকেটে তার সঙ্গে যোগ দেন জনি বেয়ারস্টোও। দুজন মিলে এরপর ৭.২ ওভারে তোলেন ৯৭ রান। ম্যাচটা শেষ করে তবেই সাজঘরে ফিরেছেন দুজন।

যার ফলে বাকিদেরও বার্তাটা দেওয়া হয়ে গেছে আজ। ইংল্যান্ড আসছে’ এ বার্তাটা বিশ্বকাপের বাকি ছয় দলও পেয়ে গেছে ভালোভাবেই। 

খেলার দুনিয়া | ফলো করুন :