শচীন নাকি কোহলি-কে সেরা?
ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় সবার উপরের সারিতে থাকেন শচীন টেন্ডুলকার। তার উত্তরসূরি হিসেবে বিশ্ব ক্রিকেটে আধুনিক ক্রিকেটারদের মধ্যে সেরা বিরাট কোহলি। তাই স্বাভাবিকভাবেই এই দুই ক্রিকেটারের মাঝে কে সেরা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। ক্যারিয়ারজুড়ে অবিশ্বাস্য রেকর্ড গড়া দুই ব্যাটার ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন দুই হাত ভরে।
এবার কে সেরা এমন এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিককে। দুই বিশ্বসেরা ক্রিকেটারের এমন তুলনার উত্তর কার্তিক দিয়েছেন কৌশলী হয়ে। লাল বল অর্থাৎ টেস্ট ক্রিকেটের জন্য শচীন ও সাদা বল বা ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনি বেছে নিয়েছেন কোহলিকে।
লাল বলে শচীন অপ্রতিরোধ্য। তাকে বলা হয় ‘ক্রিকেটের ঈশ্বর’। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড তার দখলে। ২০০ টেস্ট ম্যাচে করেছেন ১৫,৯২১ রান। নামের পাশে আছে রেকর্ড ৫১ সেঞ্চুরি।
অন্যদিকে সাদা বলে অদ্বিতীয় কোহলি। ওয়ানডেতে ১৪ হাজারের উপরে রান করা কোহলির নামের পাশে আছে রেকর্ড ৫১ টি সেঞ্চুরি। ক্রিকেটের ছোট দুই ফরম্যাটে রান তাড়ায় কোহলিকে মানা হয় সর্বকালের সেরা।