আইপিএলে কি দল পাবেন মুস্তাফিজ?
বিশ্বক্রিকেটে ধুমকেতুর মত আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। নিজেকে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সেরা পেসারদের তালিকায়। বিশ্বসেরা হওয়ার সব সক্ষমতাও ছিল তার মাঝে। তবে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। বোলিংয়ে আগের সেই কাটার নেই, আগের মত ব্যাটারদের মনে ভয় ধরাতে পারেন না। বাংলাদেশ জাতীয় দলেও জায়গা পাওয়া নিয়ে এখন সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাকে।
তবে মুস্তাফিজুরের সকল ব্যর্থতার গ্লানি আরও ভারী হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল না পাওয়ার পর। যেখানে অনেক নবীন ক্রিকেটাররা পারফর্ম করে জাতীয় দলে আসার পথ খোঁজে সেখানে মুস্তাফিজুরের মত একসময়ের দেশসেরা পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তাই তাকে লম্বা সময় থাকতে হচ্ছে মাঠের বাইরে।
ডিপিএলে দল না পাওয়া মুস্তাফিজুরকে নিয়ে মাঝে গুঞ্জন উঠেছিল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে। গুঞ্জনটা অবশ্য উঠেছে ড্রাফটের পরে। ড্রাফটে তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি দল। এবারের আইপিএল শুরু হবে ২২ মার্চ। সেখানে তার খেলার কোনো সুযোগ নেই আপাতত।
আইপিএলের গতবারের আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন এই পেসার। বল হাতে খুব একটা খারাপ ছিলেন না। ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। ২০১৬ সালে প্রথমবারের মত আইপিএল খেলে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। আইপিএলে ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।