ইংল্যান্ডকে উড়িয়েই দিল শ্রীলঙ্কা
সবশেষ চার বিশ্বকাপের প্রতিটিতে শ্রীলঙ্কা হারিয়েছে ইংল্যান্ডকে। সে ধারাটা এবারের বিশ্বকাপেও ধরে রাখল লঙ্কানরা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে রীতিমতো উড়িয়েই দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ৮ উইকেটের এই বিশাল জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বর স্থানেও চলে এসেছে লঙ্কানরা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংলিশরা। প্রথম ৫ ওভারে ৩৯ রান তুলে সেটাকে ক্ষণিকের জন্য হলেও যৌক্তিক মনে করাচ্ছিলেন ওপেনার দাভিদ মালান আর জনি বেয়ারস্টো। তবে যেই না অ্যাঞ্জেলো ম্যাথিউস এলেন আক্রমণে, তখনই বদলে গেল দৃশ্যটা। তিনি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না, এসেছেন মাথিসা পাথিরানার বদলি হিসেবে। এসেই ফেলেছেন দারুণ প্রভাব। মালানকে ফেরান তিনিই।
এরপর জো রুট যে ধাক্কাটা সামাল দিতে পারলেন না, সেটাও তো ম্যাথিউসের কারণেই। বেয়ারস্টোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রুট খোয়ালেন তার উইকেট, তার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছিল তো ম্যাথিউসের দারুণ থ্রোটাও!
পাওয়ারপ্লেতে দুটো উইকেট খুইয়ে ফেলা সামাল দেওয়া যেত, যদি বেয়ারস্টো এরপরই ফিরে না যেতেন। তিনি ফিরলেন দ্বিতীয় পাওয়ারপ্লে শুরুর একটু পরেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকা ইংলিশরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। অলআউট হয় ১৫৬ রান তুলে।
শ্রীলঙ্কাকে এই লক্ষ্য দিয়ে হারাতে গেলে শুরুতে উইকেট প্রয়োজন ছিল ইংলিশদের। সেটা এনেও দিয়েছিলেন ডেভিড উইলি। দুই কুশল, পেরেরা আর মেন্ডিসকে ফিরিয়েছিলেন ২৩ রানেই। কিন্তু এরপরই ওপেনার পাথুম নিসাঙ্কা দাঁড়িয়ে গেলেন সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে। তাদের জুটিকে ইংলিশরা আর বিচ্ছিন্ন করতে পারল না শেষ পর্যন্ত। ১৩৭ রানের জুটি গড়ে দুজন বিদায় নিলেন ১৪৬ বল বাকি থাকতে, একেবারে দলকে জিতিয়েই।
এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পাঁচে চলে এসেছে লঙ্কানরা। আর দুই পয়েন্ট নিয়ে ইংলিশরা চলে গেছে বাংলাদেশেরও নিচে, ৯ নম্বরে। আর সাকিব আল হাসানের দল এখন চলে এসেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে।