বাংলাদেশের বিপক্ষে সিরিজের দিনক্ষণ জানাল ভারত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দিনক্ষণ জানাল ভারত

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলো এখন ব্যস্ত সুপার এইটের ম্যাচ নিয়ে। যেখানে সেমিফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে হবে ভারত ও বাংলাদেশকে। সেই ম্যাচটি মাঠে গাড়বে আগামী ২২ জুন রাত সাড়ে ৮টায়। তবে এরপর বিশ্বকাপ শেষে ফের মুখোমুখি হবে এই দু’দল। এমনকি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ভারতে। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিসিআই। প্রকাশ করেছে ভারত সফরের বাংলাদেশের সূচি।

বিশ্বকাপ শেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে ৫টি ম্যাচ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। যেই সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সফর শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টটি মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর। যা হবে মুস্তাফিজের ঘরের মাঠ চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টটি হবে কানপুরে। যা মাঠে গাড়বে আগামী ২৭ সেপ্টেম্বর। এরপর টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর ধর্মশালায়। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারত সফরের ইতি টানবে বাংলাদেশ দল। অর্থাৎ এবারের ভারত সফরে কোথায় এক ম্যাচের বেশি খেলতে পারছে না বাংলাদেশ। ৫টি ম্যাচ খেলতে হবে আলাদা ৫টি ভেন্যুতে।

সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আর দুটি টেস্ট ম্যাচ মাঠে গড়াবে সকাল ১০টায়।

সম্পর্কিত খবর