বাংলাদেশের বিপক্ষে প্রয়োজনে বল করবেন মার্শ
আইপিএলে হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এরপর চোট কাটিয়ে মাঠে ফিরে ব্যাটিং করলেও মার্শকে দেখা যাচ্ছে না বোলিংয়ে। অলরাউন্ডার মার্শকে মিস করছে অজি সমর্থকরা। তাছাড়া ব্যাটিংটাও যুতসই হচ্ছে না মার্শের। নিজের জন্য হলেও ব্যাটিংয়ের বাজে ফর্মটা বোলিং দিয়ে পুষিয়ে দেওয়া জরুরী মার্শের। এবার তাই বোলিংটাও করতে চান তিনি। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচেই বল হাতে দেখা যেতে পারে মার্শকে। সেই আভাসই দিয়েছেন তিনি।
গ্রুপপর্বে ৪ ম্যাচে মার্শের রান ৭৫। ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংসটিই যেখানে সেরা। তবে কোনো ম্যাচেই বল হাতে দেখা যায়নি মার্শকে। অবশ্য বল করার তেমন প্রয়োজনও পড়েনি খুব একটা। তবে সুপার এইটের ম্যাচ বলেই প্রয়োজন হতে পারে তার। আর সেটা বুঝতে পেরে প্রস্তুতিটা নিয়ে রেখেছেন মার্শও।
বোলিংয়ে ফেরা নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘আমি বোলিং করার জন্য প্রস্তুত আছি। আমরা যে বোলিং লাইন আপ পেয়েছি তাতে সত্যিই আমার বোলিং করার প্রয়োজন দেখছি না, তবে আমি মনে করি এই ফরম্যাটে বিকল্প থাকা সত্যিই গুরুত্বপূর্ণ। আর আমরা সেগুলির প্রচুর পরিমাণে আশীর্বাদ পেয়েছি।’
মার্শকে বোলিং করতে হচ্ছে না মূলত, পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের কারণেই। ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে রয়েছেন এই অলরাউন্ডার। সুপার এইটের আগে দখল করেছেন অলরাউন্ডারের শীর্ষস্থান। তার গুণগানও তাই করেছেন মার্শ।
শুক্রবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে নিজের বর্তমান অবস্থা নিয়ে মার্শ বলেন, ‘শারীরিকভাবে ভালো লাগছে এখন। বোলিং থেকে কিছুটা বিরতি পাওয়া সবসময়ই ভালো। আমি প্রায়শই এটি নিয়ে রসিকতা করি। কিন্তু স্টয়নিস এবং আমি প্রায়ই অলরাউন্ডার হিসাবে এটি সম্পর্কে কথা বলি। কারণ আমরা খেলায় থাকতে পছন্দ করি।’