পাকিস্তান ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। সেই সমালোচনা আরও বেড়েছে পাকিস্তান দলের ড্রেসিং রুমে দ্বন্দ্বের বিষয় নিয়ে গ্যারি কারস্টেনের একটি কোড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। যার জেরেই এবার পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দাবি করেছেন এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ।
পাকিস্তান দল নিয়ে ছড়িয়ে পড়া ওই বক্তব্যে কারস্টেন বলেন, ‘পাকিস্তান দলে কোনো একতা নেই। তারা এটাকে দল বললেও আধতে এটা কোনো দলই নয়। তারা কেউ কারও পাশে দাঁড়ায় না। সবাই বিচ্ছিন্ন ডান এবং বাম। আমি অনেক দলের সঙ্গে কাজ করেছি, কিন্তু কোথাও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি।’
কারস্টেনের এই বক্তব্য সত্য প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত ক্রিকেটারদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন শেহজাদ। তিনি বলেন, ‘যদি কারস্টেনের কথা সত্য হয়, তবে মোটেও অবাক হওয়ার কিছু নেই। আমরা টুর্নামেন্ট জুড়েই এমন কথা বলে আসছি। এখন সময় এসেছে দায়িত্ব নেওয়ার। এই দল গ্রুপিংয়ে জড়িত, ক্রাকডাউনই তাদের একমাত্র অপশন ছিল। যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তি দিয়েছে পিসিবিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করতে হবে। পিসিবি চেয়ারম্যান বিষয়টির দিকে নজর দিবেন বলেই আশা করি।’