‘ড্রেসিং রুমে গিয়ে দেখি ম্যাচ চলাকালীন ৪-৫ জন ঘুমাচ্ছে’

‘ড্রেসিং রুমে গিয়ে দেখি ম্যাচ চলাকালীন ৪-৫ জন ঘুমাচ্ছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভরাডুবির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রকাশ্যে আসতে শুরু হয়েছে পাকিস্তানের ড্রেসিং রুমের ভয়াবহ অবস্থা। কদিন আগেই যা নিয়ে ওয়াসিম আকরাম বলেছিলেন, ড্রেসিং রুমে গ্রুপিং চলছে। কেউ কারো সাথে কথা বলে না পর্যন্ত। এবার আরও ভয়াবহ তথ্য সামনে আনলেন পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে কাজ করা মোহাম্মদ হাফিজ।

ভারত বিশ্বকাপ ভরাডুবির পর সাবেক অধিনায়ক হাফিজকে পাকিস্তানের টিম ডিরেক্টর করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পাঠিয়েছিল পিসিবি। সেই সিরিজে গিয়েই ড্রেসিং রুমের ভয়াবহ অবস্থা চোখে পড়েছে তার। যা ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের কাছে বলেছেন হাফিজ।

পাকিস্তান ড্রেসিং রুমের অবস্থা নিয় হাফিজ বলেন, ‘আমি ড্রেসিংরুমে গিয়ে দেখি টেস্ট ম্যাচ চলাকালীন চার-পাঁচজন খেলোয়াড় ড্রেসিংরুমে ঘুমাচ্ছে। আমি বিস্মিত হয়। এটা কিভাবে করতে পারো তোমরা? যদি তোমরা এমন কিছু কর তবে এই দলের অংশ হতে পারবেন না। কারণ আমি চাই খেলার সময় খেলার বাইরে মনোনিবেশ না করুক কেউ। খেলার বাইরে তোমাদের ব্যক্তিগত জীবনে যা খুশি কর না কেন তাতে আমি কখনই এতে জড়িত হব না। কিন্তু যখন খেলা চলছে তখন আমি চাই তোমরা খেলায় মনোযোগ দাও।’

পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে চাকরি হারানোতে মিডিয়ার দায় দেখছেন তিনি। তার মতে তার শৃঙ্খলাবাদী মনোভাব পছন্দ হয়নি মিডিয়ার। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ তে টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের বলি করা হয়েছে তাকে।

যা নিয়ে হাফিজ বলেন, ‘আপনি আমাকে বলবেন গিলি (গিলক্রিস্ট) আমরা যখন কিনা টেস্ট ক্রিকেট খেলছি তখন যদি ড্রেসিংরুমে ৪-৫ জন খেলোয়াড় ঘুমায়, আমি কি দলের পরিচালক হিসাবে এটিকে অনুমতি দেব? আপনি খেলা চলাকালীন নিজেকে ম্যাচ থেকে দূরে রাখতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত, মিডিয়া আমার এটা পছন্দ করেনি।’

সম্পর্কিত খবর