সূর্যের ফিফটিতে ভারতের লড়াকু পুঁজি
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারত আজ মুখোমুখি আফগানিস্তানের। শুরুতে ব্যাট করে দলটা লড়াকু পুঁজিই পেয়ে গেছে। সূর্যকুমার যাদবের ফিফটিতে দলটা ইনিংস শেষ করেছে ৮ উইকেট খুইয়ে ১৮১ রান তুলে।
ভারতের হয়ে শেষ কিছু দিন ধরেই রোহিত শর্মা আর বিরাট কোহলি ব্যর্থ। সে বৃত্ত থেকে আজও বেরোতে পারেননি দুজনে। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। কোহলি ২৪ বলে ২৪ রান করে ফেরেন। তার আগে পান্ত আক্রমণের চেষ্টা করে ফেরেন ১১ বলে ২০ রান নিয়ে। আর শিভম দুবেও ব্যর্থ হয়েছেন আজ, ৭ বলে করেছেন ১০ রান। ৯০ রানে ৪ উইকেট খুইয়ে ভারত তখন খাদের কিনারে।
ঠিক সে সময় দলের ত্রাতা হয়ে আসেন সূর্যকুমার। ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে তিনি ভারতকে দেন বড় রানের দিশা। তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে অক্ষর পাটেলের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮১ তোলে ভারত।
ভারতকে নাড়িয়ে দেওয়ার কাজটা করেছিলেন ফজলহক ফারুকী আর রশিদ খান। দুজনে শিকার করেছেন ৩ উইকেট। নাভিন উল হকের ঝুলিতে গেছে একটি উইকেট।