শেষ চারের জন্য ইংল্যান্ডের চাই ১৬৪ রান
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। ফলে আর এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল, সমীকরণটা দক্ষিণ আফ্রিকার জন্য যেমন, ইংল্যান্ডের জন্যও ঠিক তাই। এমন এক ম্যাচে ইংলিশদের সামনে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা।
টসটা জিতেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তিনি ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকাকে। তবে দুই ওপেনার রেজা হেনড্রিকস আর কুইন্টন ডি কক মিলে শুরুটা যেমন করেছিলেন, তার উল্টোটাই আশা করেছিল ইংল্যান্ড। পাওয়ারপ্লেতেই তুলে ফেলেছিল ৬৩ রান। ২২ বলে ফিফটি করে ডি কক বনে যান এবারের বিশ্বকাপের দ্রুততম ফিফটি করা ব্যাটার।
তবে এরপরই পথ হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ৬ ওভারে ৬৩ রানের সঙ্গে পরের ১৪ ওভারে দলটা যোগ করতে পারল মোটে ১০০ রান। দশম ওভারে রিজা হেনড্রিকসের বিদায় দিয়ে শুরু। এরপর ৩৮ বলে ৬৫ করে ডি ককও বিদায় নেন।
তার বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত স্রেফ ডেভিড মিলারই দলকে যা এগিয়ে নিয়েছেন। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ২৮ বলে ৪৩ রানের ইনিংসে তিনি দলকে নিয়ে গেছেন ১৬৩ রানে।
খানিকটা খরুচে হলেও জফরা আর্চার নেন ৩ উইকেট। একটি করে উইকেট শিকার করেন মইন আলী আর আদিল রশিদ।