রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার
১৭তম ওভারে যখন লিয়াম লিভিংস্টোনের বিপক্ষে ২১ রান হজম করে গেলেন ওটনিল বার্টম্যান, তখন মনে হচ্ছিল অপরাজিত থাকার অহমটা বুঝি ভেঙেই গেল দক্ষিণ আফ্রিকার। কিন্তু না! দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জিতেছে। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিল এইডেন মার্করামের দল। তাতে শেষ চারেরও খুব কাছেই চলে গেছে প্রোটিয়ারা।
বিস্তারিত আসছে...