যেকোনো উইকেটেই সাকিবকে ৪ ওভার করানো উচিত: তামিম
ব্যাটে-বলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরের শুরুটা খুব একটা ভালো হয়েছিল না সাকিব আল হাসানের। গ্রুপপর্বে শুরু দুই ম্যাচে তার ব্যাটে এসেছিল স্রেফ ১১ রান এবং উইকেটের খাতাটি শূন্য। তবে ডাচদের বিপক্ষে রানে এবং গ্রুপপর্বে নেপালের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত উইকেটের দেখা পান দেশসেরা এই অলরাউন্ডার।
তবে তার আসরের শুরুর তিন ম্যাচে উইকেট না পাওয়ার পেছনে কারণ কি পুরো স্পেল না করানোর? শুরু তিন ম্যাচে তিনি মোট বল করেছেন ৮ ওভার, এর মধ্যে কেবল ডাচদের বিপক্ষে করেছিলেন পুরো ৪ ওভার। অবশ্য এটিকে সাকিবের উইকেট না পাওয়ার কারণ হিসেবে না দর্শালেও যেকোনো উইকেটে তাকে পুরো ৪ ওভার বল করানো উচিত বলে জানিয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
চলতি বিশ্বকাপে ক্রিকইনফোতে নিয়মিত বিশ্লেষকের ভূমিকায় আছেন তামিম। সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের মায়চ সামনে রেখে আলাপচারিতায় তিনি বলেন, ‘বাঁহাতি ব্যাটার ব্যাট করছে নাকি ডানহাতি, তাকে (সাকিব) ৪ ওভার বল করাতে হবে। নিশ্চয় দলের পেসাররা অনেক ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান আপনার সেরা বোলার এবং সে অনেক বছর ধরে তার কাজটা করে আসছে।’
বাকি ম্যাচগুলোতে চারে ব্যাটিং করলেও শ্রীলঙ্কা এবং সবশেষ অজিদের বিপক্ষে ম্যাচে ছয়ে ব্যাটিং করেছেন সাকিব। তবে তামিমের মতো তাকে আরও আগে, তিনে ব্যাটিং করানো উচিত। ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। বড় ম্যাচে অবশ্যই দলের বড় খেলোয়াড়কে পারফর্ম করতে হবে। অতীতেও সে এটা করেছে… ব্যাটিংয়ে যদি তার সময়ের প্রয়োজন হয়, তবে তাকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে উঠে আসতে হবে এবং নিজেকে বেশি ওভার খেলার সুযোগ দিতে হবে।’
আসরে বাংলাদেশের বোলাররা আছেন বেশ ছন্দে। তবে ব্যাটাররা শুরু থেকেই রীতিমত সংগ্রাম করছে। এতে সাকিবকে কেন আগে নামানো হচ্ছে বলেও প্রশ্ন রাখলেন তামিম। ‘ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রাম করছে। তাহলে কেন সাকিবকে তিন বা চার নম্বরে পাঠিয়ে থিতু হওয়ার সময় দেওয়া হবে না? বিশ্বের যেকোনো সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার মতো অভিজ্ঞতা তার আছে।’