বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে কিংয়ের বদলি মায়ার্স 

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে কিংয়ের বদলি মায়ার্স 

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান আসরের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার ব্যাটার ব্রেন্ডন কিং। সাইড স্ট্রেইনের চোটে পরে রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত চোটটি দাঁড়াল কাল হয়ে। আসরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন কিং। 

ক্যারিবীয়রা ইতিমধ্যে দলে ভিড়িয়ে ফেলেছে বদলি খেলোয়াড়ও। কিংয়ের বদলে স্বাগতিকদের দলে কাইল মায়ার্সের যোগদানের বিষয়টিতে গতকাল (শুক্রবার) অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

গত বৃহস্পতিবার ইংলিশদের বিপক্ষে সেই ম্যাচে স্যাম কারানের একটি ডেলিভারি উইকেট থেকে বেরিয়ে এসে মিড অঞ্চলে শট নেওয়ার সময় চোটটা পান কিং। এর আগে ১৩ বলে করেছিলেন ২৩ রান। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ ছন্দে থাকলেও বিশ্বকাপে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। ৫ ম্যাচে করেছেন ৮৬ রান।  

এদিকে অলরাউন্ডার খ্যাত মায়ার্স ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৭ ম্যাচ। সেখানে ১৪০ স্ট্রাইক রেটে ৭২৭ রান করলেও এখন পর্যন্ত পাননি কোনো উইকেট। 

সম্পর্কিত খবর