বিশ্বকাপ আয়োজনে অস্ট্রেলিয়ার ক্ষতি ১৮৬ কোটি
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েও সবশেষ অর্থবছরে লাভের দেখা পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২২–২৩ অর্থবছরে তাদের ১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার (যা বাংলাদেশের মুদ্রা হিসেবে ১৮৬ কোটি ৫৭ লাখ টাকারও বেশি) লোকসান গুনতে হয়েছে।
গত অক্টোবর–নভেম্বর মাসে বিশ্বকাপ আয়োজন করে ৪ কোটি ২৫ লাখ ডলার (প্রায় ৪৭০ কোটি টাকা) আয় করেছিল সিএ। পুরো অর্থবছরে আশানুরুপ লাভের মুখ না দেখলেও শুধুমাত্র এই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেশ ভালোই আয় করেছিলো তারা। গতকাল প্রকাশিত সিএর বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গিয়েছে।
ক্রিকেট এর দর্শক উপস্থিতির সম্প্রসারণের দিকে বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে বলে সিএ থেকে জানানো হয়। ২০২৪–৩১ অর্থবছরের জন্য ১৫১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের মিডিয়া স্বত্ব চুক্তি করেছে সংস্থাটি। এই চুক্তিতে অস্ট্রেলিয়ায় খেলা সম্প্রচার করার স্বত্ব দেওয়া হয়েছে ফক্সটেল গ্রুপ ও সেভেন ওয়েস্ট মিডিয়াকে। এছারাও ভারত উপমহাদেশে অস্ট্রেলিয়ার খেলা দেখানোর স্বত্ব পেয়েছে ডিজনি স্টার। অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নারী ক্রিকেটের অবদানও আগের বছরের থেকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।
‘অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য বছরটা ছিল উচ্চ–অর্জনের, এ সময়ে মিডিয়া স্বত্ব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে ক্রিকেট খেলাটিকে আরও শক্ত ভিত্তি দেওয়ার জন্য নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জাতীয় দল বিশ্ব মঞ্চেও চমৎকার খেলে যাচ্ছে।’ এমনটাই বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড।
তিনি আরও বলেন, ‘ক্রিকেট এখন গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতিতে রয়েছে, এখন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের উত্থান তাৎপর্যপূর্ণ চ্যালেঞ্জ এবং খেলাটির সম্প্রসারণে বিপুল সম্ভাবনা তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠনে সিএ শক্তিশালী ভূমিকা রাখবে।’