‘অজিদের হারকে অঘটন বলে আফগানদের অসম্মান করবেন না’ 

‘অজিদের হারকে অঘটন বলে আফগানদের অসম্মান করবেন না’ 

বিশ্বকাপে আরও এক অঘটন, শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। আজ (রোববার) সকালে আফগানদের হাতে অজি-বধের পর এমন শিরোনামেই ছেয়েছিল গণমাধ্যমগুলো। এই ম্যাচটির আগে টানা আট টি-টোয়েন্টি ম্যাচেই জিতেছিল অজিরা। এছাড়া তাদের সঙ্গে এর আগে পাঁচবারের দেখায় একটি ম্যাচও জিতেনি আফগানরা। এতো সব সমীকরণ ছাপিয়ে যখন জিতল এশিয়ার দলটি, তখন এটিকে অনেকেই মেনেছেন অঘটন হিসেবেই। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এটিকে অঘটন মানতে নারাজ। এমনকে ম্যাচটিকে অঘটনের তকমা দিয়ে আফগানিস্তানকে অসম্মান না করতে আহ্বান জানিয়েছেন তিনি। 

অজিদের সামনে দেওয়া রশিদ-নবীদের ১৪৯ রানের টার্গেট তেমন কঠিন কিছু ছিল না। তবে শুরুর ৩২ রানেই হেড, মার্শ, ওয়ার্নারদের সাজঘরে পাঠিয়ে দেন আফগান বোলাররা। পরে চাপ সামলে দলকে জয়ের দিকেই নিয়েই যাচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ ওভার ৩ বলে ৫ উইকেটে তখন ১০৬ রান, ম্যাক্সওয়েল অপরাজিত ৫৯ রানে, জয়ের জন্য দরকার ৩৩ বলে ৪৩ রান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই আফগানদের বিপক্ষে চোটাক্রান্ত ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন জয়। তবে এবার ফিট ম্যাক্সওয়েলেও শেষ রক্ষা হলো না অজিদের। ১২৭ রানে গুটিয়ে যায় তারা এবং আফগানরা পায় ২১ রানের ঐতিহাসিক জয়। 

আসরের শুরু থেকেই দারুণ ছন্দে এগোতে থাকে আফগানরা। গ্রুপপর্বে কেবল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল তারা। তবে সুপার এইটে ভারতের কাছে হার দিয়েই শুরু হয়েছিল রশিদদের যাত্রা। এতে সেমির স্বপ্ন জিইয়ে রাখতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতে হতো আফগানদের। শেষ পর্যন্ত সেটিই করে দেখাল তারা। ব্যাটে-বলে দুইয়েই আফগানরা ছিলেন চালকের স্থানে। আর এতেই আফগানদের সামর্থ্য নিয়ে আর কোনো সন্দেহ নেই জাফরের কাছে। 

এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাফর লিখেছেন, ‘এটাকে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না। নিজেদের দিনে আফগানরা যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট ভালো। আজ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছে এবং খুব ভালো অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। এটা উদ্‌যাপন করা উচিত। অভিনন্দন, ভালো খেলেছ।’ 

আফগানদের এই জয়ে আসরে সেমির লড়াইয়ে ক্ষীণ আশা নিয়ে টিকে রইল বাংলাদেশ। গ্রুপ ‘ওয়ান’ শান্তদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আগামী ২৫ জুন। সেমির সেই কঠিন সমীকরণ মেলাতে ম্যাচটিতে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে এবং অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারতে হবে ভারতের কাছে। 

সম্পর্কিত খবর