ভারত বিশ্বকাপ জিতবে- বাজি ধোনির

ভারত বিশ্বকাপ জিতবে- বাজি ধোনির

সবশেষ ধোনির নেতৃত্বে কোনো আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি দলটির। তবে সেই ট্রফি খরা এবার কাটাতে চায় রোহিত শর্মার দল। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দেও রয়েছে তারা। এরইমধ্যে খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলেছে ভারত।

রোহিতের এই দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কেমন দেখলেন ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। সে সব কথায় জানিয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

বিশ্বকাপের ভারত দল নিয়ে ধোনি বলেন, ‘এটা খুব ভালো একটা দল। দলে ভালো ভারসাম্য আছে। প্রত্যেক খেলোয়াড়ই ভালো করছে। সবকিছু খুব ভাল দেখাচ্ছে। কাজেই আমি এখন এটা সম্পর্কে বেশি কিছু বলব না।’

দীর্ঘ ক্যারিয়ারে ধোনিকে অনুপ্রাণিত করেছে কে, সেই প্রশ্নে ধোনি বলেন, ‘বড় হওয়ার পথে আমাদের কাছে দেখার মতো খুব বেশি ভিডিও ছিল না। সুতরাং, যখন আমরা শচীনের ব্যাটিং দেখেছি, তখন আমরা ভাবতাম যে আমরা তার মতো ব্যাটিং করতে পারি। শচীন আমার বেড়ে ওঠার প্রেরণা ছিলেন। কিন্তু, আমি যখন ভারতের হয়ে খেলতে শুরু করি, তখন দেশটাই ছিল সবচেয়ে বড় প্রেরণা। যদিও আমরা বেশ কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু, উদ্দেশ্য ছিল সবসময় দেশের জন্য ভালো করা।’

সম্পর্কিত খবর