জিতলে সেমি নিশ্চিত প্রোটিয়াদের, হারলে বিদায়ের বড় ‘শঙ্কা’

জিতলে সেমি নিশ্চিত প্রোটিয়াদের, হারলে বিদায়ের বড় ‘শঙ্কা’

সুপার এইটের ম্যাচগুলো চলছিল কোনো চমক ছাড়াই। শক্তি, সামর্থ্যের বিচারে যারা এগিয়ে তারাই জিতছিল ম্যাচগুলো। তবে গ্রুপ ‘ওয়ান’ এর সেমির লড়াই জমিয়ে তুলল আফগানরা। আজ (রোববার) সকালের ম্যাচে অজিদের ২১ রানে হারিয়ে সেমিতে ওঠার জমিয়ে তুলেছে রশিদ-নবীরা। এদিকে গ্রুপ ‘টু’-এর সমীকরণ আরও জটিল। যেখানে শুরুর দুই ম্যাচ জিতেও সেমির  জায়গা নিশ্চিত নেই দক্ষিণ আফ্রিকার। আবার দুই ম্যাচে একটি জিতলেও রান রেট পাহাড়সমান নিয়ে বসে আছে ওয়েস্ট ইন্ডিজ। 

সুপার এইটে গ্রুপ ‘টু’-এর শেষ দুই ম্যাচ, বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে গেছে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের লড়াই। এবং আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে নামবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেমির দুই জায়গার লড়াই টিকে আছে দুই ম্যাচের ফলাফলের ওপরই। 

দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রোটিয়ারা। তবে সহজ সমীকরণে তাদের সেমির জায়গা নিশ্চিত করতে জিততে হবে শেষ ম্যাচেও। কেননা ক্যারিবীয়দের নেট রান রেট তাদের থেকে প্রায় তিন গুণ বেশি। এতে রাসেলরা ম্যাচ জিতলে তাদের নেট রান রেট আরও বেড়ে যাবে এবং তারা চলে যাবে সেমিতে এবং প্রোটিয়াদের রান রেট যাবে আরও কমে। বর্তমানে প্রোটিয়াদের নেট রান রেট ০.৬২৫, এদিকে ইংল্যান্ডের ০.৪১২। এতে ইংলিশরা আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভালোভাবে জিতলে সম্ভাবনা থাকবে প্রোটিয়াদের নেট রান রেট ছাড়িয়ে যাওয়ার। আর এমনটা হলে সুপার এইটে দুই ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের। 

ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ১.৮১৪। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে হারলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটে জেতে ক্যারিবীয়রা। সেটিও আবার ৫৭ বল হাতে রেখে। সেটিই সেমির দৌড়ে শক্তভাবে টিকিয়ে রেখেছে আসরের সহ-আয়োজক দলটিকে। 

সম্পর্কিত খবর