ইনিংস মাঝে ইংলিশদের বিপক্ষে ধুঁকছে যুক্তরাষ্ট্র
সুপার এইটে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। এই পর্বে এবার শেষ ম্যাচ যখন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তখন সেই খরা কাটানো আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আসরের সহ-আয়োজক দলটির জন্য। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভারে উইকেট হারালেও টেইলর-নিতিশের জুটিতে চাপ সামলেই এগোচ্ছিল তারা। তবে ইনিংস মাঝে আসতে না আসতেই কারানের পেস ও আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে আরও তিনটি উইকেট হারানো ছাড়াও রানের গতি কমে যায় অ্যারন জোনসের দলটির।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষ ৪ উইকেটে ৬৯ রান তুলেছে যুক্তরাষ্ট্র।
কেনসিংটন ওভালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। গ্রুপ ‘টু’ থেকে সেমিতে ওঠার লড়াই অনেকটা জয়ের চেয়েও নেট রান রেটের। সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। সেখানে ক্যারিবীয়দের নেট রান রেট পাহাড়সমান, ১.৮১৪ এবং ইংল্যান্ডের ০.৪১২। যুক্তরাষ্ট্রকে অল্পেই থামিয়ে সেই লক্ষ্যে দ্রুত পৌঁছে নেট রান রেট বাড়িয়ে নেওয়ায় আপাতত লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়নদের।
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলছে যুক্তরাষ্ট্র।