বিশ্রাম শেষ হলে বাংলাদেশকে নিয়ে ভাববে আফগানিস্তান
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে না পারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তা করে দেখাল আফগানিস্তান। সুপার এইটে সেমির পথে গুরুত্বপূর্ণ ম্যাচে অজিদের হারিয়ে দিল রশিদ খানের দল। এই রাউন্ডে শুরুর ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও মার্শ-স্টার্কদের বিপক্ষে ২১ রানের এই জয়ে সেমির পথে ভালোভাবেই টিকে থাকল আফগানরা।
ব্যাটিংয়ে গুরবাজ-ইব্রাহিমের রেকর্ড জুটির পর বল হাতে দারুণ নৈপুণ্য দেখান গুলবাদিন নাইব। এতেই ইতিহাস গড়ে আফগানরা। অজিদের সঙ্গে ছয়বারের দেখায় এই প্রথম কোনো ম্যাচ জিতল তারা। সুপার এইটে দলটির শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, আগামী ২৫ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। প্রথমবারের মতো সেমিতে উঠতে হলে শান্তদের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে রশিদ-নবীদের। তবে আপাতত সেই ম্যাচ নিয়ে চিন্তা করছে না তারা। একদিন বিশ্রাম নিয়ে তখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে চিন্তা করার করার কথা জানান গুলবাদিন।
৪ ওভার বল করে স্রেফ ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ চারটি উইকেট নেন গুলবাদিন। এতে জেতেন ম্যাচসেরার খেতাবও। পরে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ম্যাচ নিয়ে গুলবাদিন বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একটি একটি করে ম্যাচের দিকে আমরা নজর দিয়েছি। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল। আমরা আগামীকাল বিশ্রাম নিয়ে এরপর এই ব্যাপারে চিন্তা করতে পারি।’
গত ১০ বছর ক্রিকেটে আফগানিস্তান বেশ কিছু অর্জন পেয়েছে। তবে গুলবাদিনের কাছে অজিদের বিপক্ষে জয়টাই সবচেয়ে বড় অর্জন। ‘অবশেষে আমরা অস্ট্রেলিয়াকে হারালাম। আফগানিস্তানের ক্রিকেটের জন্য এটা বিশাল এক অর্জন। গত ১০ বছরেই অনেক কিছু অর্জন করেছি। এটা অনেক বড় এক অর্জন।’