সহজ জয়ের পথে প্রোটিয়ারা

সহজ জয়ের পথে প্রোটিয়ারা

বৃষ্টি বাঁধায় কমে এসেছে তিন ওভার। ১৩৬ রানের লক্ষটাও কমে এখন ১২৩ রান। সেই লক্ষ্যে শুরুটা কিছুটা সংগ্রাম করলেও সহজ জয়ের পথেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ৪ উইকেটে ৭৭ রান তুলেছে এইডেন মার্করামের দল। 

জয়ের জন্য ৫৪ বলে ৪৬ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। হাতে আছে এখনো ৬ উইকেট। 

সুপার এইটে শুরুর দুই ম্যাচে জিতলেও সেমিতে ওঠা নিয়ে শঙ্কা ছিল প্রোটিয়াদের। এদিকে রান রেটে এগিয়ে থাকায় ম্যাচ জিতলেও সেমিতে চলে যেত ক্যারিবীয়রা। তবে তাদের সেই স্বপ্ন ভঙ্গের পথে। আরও একবার দলীয় পারফর্ম দেখিয়ে জয়ের দিকেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। 

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ থামে ১৩৫ রানে। পরের দ্বিতীয় ওভারেই দুই প্রোটিয়া ওপেনারকে সাজঘরের রাস্তা মাপান আন্দ্রে রাসেল। ২ উইকেটে তখন মার্করামদের সংগ্রহ ১৫ রান। তখনই নামে বৃষ্টি। সেখান থেলা শুরু হলে লক্ষ্য কমে যায় ১৩ রান এবং বল কমে ১৮টি। 

সম্পর্কিত খবর