অ্যান্টিগায় জমে উঠেছে সেমিতে ওঠার লড়াই
বৃষ্টি আইনে লক্ষ্য কমে এলো ১২৩ রানে। যা তাড়ায় ৭ ওভারেই ৩ উইকেটে ৭০ রান তুলে ফেলে প্রোটিয়ারা। তবে জোসেফ-চেজদের পেসে জমে উঠল সেমিতে ওঠার লড়াই। দলীয় ১০০ রানে পৌঁছাতেই আরও তিনটি উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৪ রান। জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ১৯ রান।
যারা জিতবে তারাই সেমিতে, এমন সমীকরণ নিয়েই আজ সুপার এইটে গ্রুপ 'টু'-এর শেষ ম্যাচে নেমেছে দল দুটি। এর আগে গতকাল রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে উড়িয়ে সেমিতে পৌঁছে গেছে ইংল্যান্ড।
এদিকে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ থামে ১৩৫ রানে। জবাবে শুরুতে ধক্কা খেলেও বৃষ্টির পর ম্যাচ সামলে নিয়েছিল প্রোটিয়ারা। তবে শেষ দিকে এসে জমে উঠল ম্যাচ।