আফগানদের বিপক্ষে যেই মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব

আফগানদের বিপক্ষে যেই মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব

বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে সকাল সাড়ে ৬ টায় মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শেষ হতে পারে বাংলাদেশ দলের। বিশ্বকাপে সাকিব আল হাসানেরও শেষ ম্যাচ হয়ে যেতে পারে এটি। তবে শেষ করার আগে সাকিব আল হাসান এই ম্যাচে আছেন টি-টোয়েন্টিতে এক মাইলফলকের অপেক্ষায়।

ব্যাট হাতে সাকিবের অফফর্মের সমালোচনা হচ্ছে বেশ। ব্যাপারটাকে অযৌক্তিক বললেও ভুল হবে না। তবে বল হাতে যে সাকিবের অবস্থা আরও ভয়াবহ! অবস্থা এমন যে নেপাল ম্যাচের আগে সাত ইনিংসে সাকিবের উইকেট ছিল মাত্র একটা। নেপালের বিপক্ষে যে দুইটা উইকেট পেয়েছেন দুইটাই একদম নিচের দিকের উইকেট। শেষ দুই উইকেট। অজিদের বিপক্ষে বলই হাতে নেননি। ভারতের বিপক্ষে নিয়েছেন এক উইকেট তবে তিন ওভারে রান দিয়েছেন ৩৭।

সবমিলিয়ে শেষ দশ ইনিংসে চার উইকেট। এর মধ্যে একটা ইনিংস অবশ্য ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ। কথায় আছে- সাকিবের রান উইকেট মানেই যেন রেকর্ড। উইকেট খরার এই সময়টায় ভারতের বিপক্ষে রোহিত শর্মাকে আউট করে সাকিব গড়েছেন প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি। লেগেছে ৪২ ম্যাচ আর ৪০ ইনিংস।

আরও একটা রেকর্ড অপেক্ষমাণ সাকিবের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ১৪৯। খেলেছেন ১২৮ ম্যাচ আর বল করেছেন ১২৫ ইনিংস। আর মাত্র একটা উইকেট শিকার করলেই প্রথম স্পিনার আর দ্বিতীয় বোলার হিসেবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। সেক্ষেত্রে হয়ে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান আর দেড়শ উইকেট শিকার করা একমাত্র অলরাউন্ডার। যেখানে একশো শিকারি বাকী পনেরো জনের কারোই নেই হাজার রান।

সর্বোচ্চ উইকেটের লিস্টে সাকিবের ওপরের নামটা টিম সাউদির। ১২৩ ইনিংসে তার শিকার ১৬৪ উইকেট।

সম্পর্কিত খবর