আফগানদের বিপক্ষে তবে একাদশে ফিরছেন সৌম্য!
সেমিফাইনালে যাওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। সুপার এইটের ম্যাচে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এমন ম্যাচে বাংলাদেশ খেলাতে চাইবে তাদের সেরা একাদশটাকেই। কেননা, সবশেষ ম্যাচেই একাদশ নিয়ে সমালোচিত হতে হয়েছে বাংলাদেশ দলকে। তাই নিশ্চিতভাবেই এ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। ওপেনিংয়ে সৌম্য সরকারের ফেরার সম্ভাবনার ইঙ্গিতও মিলছে।
কিংসটাউনের নেটে সৌম্য সরকারকে নিয়ে হেডকোচ চান্দিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাজ। লম্বা সময়ের এই সেশনে সৌম্য অবশ্য খেলেছেন বড় বড় শট। দলের ওপেনিং কিংবা ব্যাটিং অর্ডারের যে অবস্থা তাতে অফ ফর্মে থাকা সৌম্য একাদশে ফেরার সম্ভাবনা অনেক বেশি।
একই সময়ে ইনডোরের নেটে সাকিব আল হাসানও ব্যাট হাতে কাটিয়েছেন ব্যস্ত সময়। ব্যাট হাতে আছেন ফর্মের তলানিতে। টাইগারদের সবচাইতে অভিজ্ঞ ক্যাম্পেইনারের এখন আপাতত টার্গেট যেকোনো মূল্যে রানে ফেরা।
ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর গ্রুপের একমাত্র দল হিসেবে বাংলাদেশের জয় সংখ্যা শূন্য। তবুও খোলা আছে সেমির রাস্তা। তবে মেলাতে হবে সমীকরণ।
অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে সর্বনিম্ন মার্জিন, অর্থাৎ এক রানে হারে, তখন তাদের নেট রান রেট হবে ০.১১৭। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ২০০ রান করে, বাংলাদেশকে জিততে হবে ৮৫ রান বা এর বেশি ব্যবধানে। তাহলেই কেবল অস্ট্রেলিয়ার নেট রান রেট টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে বাংলাদেশ।
এছাড়াও ভারত যদি অজিদের নিদেনপক্ষে ৫০ এর আশেপাশে রানে হারায়, তবে ওদিকে বাংলাদেশও আফগানদের একই ব্যবধানে হারাতে হবে। তবেই সমীকরণ মিলিয়ে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। সমীকরণ কী হবে সেটার সঠিক ধারণা পাওয়া যাবে মাঝ রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ শেষেই।