বৃষ্টির বাগড়া শেষে রোহিতের ঝড়ো ফিফটি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। তবে দলকে একটুও চাপে পড়তে দেননি অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছেন তিনি। মিচেল স্টার্কের বিপক্ষে এক ওভারেই তুলেছেন ২৯ রান। এরপর কামিন্সের বিপক্ষেও চড়াও হয়েছিলেন রোহিত। পঞ্চম ওভারের প্রথম বলেই বিশাল ছক্কায় বল গ্যালারি ছাড়া করেন রোহিত। সেই বল মাঠে আসার আগেই রোহিত ঝড় থামায় বৃষ্টি। তবে সেই বৃষ্টির স্থায়ীত্ব মাত্র কয়েক মিনিটের। ফের শুরু হয়েছে খেলা। যেখানে ব্যাট হাতে অজি বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছেন রোহিত। ১৯ বলে তুলে নিয়েছেন ফিফটিও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট খরচায় ৫ ওভারে ৫২ রান। যেই রানের মধ্যে ৫০ রানই এসেছে রোহিতের ব্যাট থেকে। এই রান তিনি করেছেন মোটে ১৯ বল মোকাবেলা করে।
এর আগে সেমি ফাইনাল নিশ্চিতের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অজিরা একাদশে ফেরায় মিচেল স্টার্ককে। অ্যাস্টন অ্যাগারের বদলি হিসেবে একাদশে ফিরেন তারকা এই পেসার। তবে এর আগে কখনো এমন মার হজম করেছেন কিনা স্টার্ক সেটা হয়তো তিনি নিজেও মনে করতে পারবেন না।
ভারত-অস্ট্রেলিয়া; এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে আফগানিস্তান ও বাংলাদেশের ভাগ্য। এই ম্যাচে ভারতের বিপক্ষে অজিরা জয় পেলে কার্যত বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি পরিণত হবে নিয়মরক্ষার ম্যাচে। তাই সবার চোখ থাকছে এই ম্যাচের দিকেই।
ভারত অবশ্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে হেরেছে অজিদের বিপক্ষে। সেই হারের শোধ নেওয়ার পালা তাদের। তাছাড়া এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি তারা। দারুণ ছন্দে আছে দলটির ক্রিকেটাররা। এ ম্যাচেও তাই জয়েই চোখ রাখছে দলটি। অন্যদিকে অজিরা হেরে বসেছে নিজেদের সবশেষ ম্যাচেই। আফগানদের বিপক্ষে ২১ রানে হেরে ঝুলে গেছে তাদের ভাগ্য। তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে তাদের। যা ভারতের বিপক্ষে ম্যাচেও আশা দেখাচ্ছে তাদের।