ম্যাচ হেরে যা বললেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে কখনোই বিশ্বকাপের কোনো ম্যাচে হারেনি বাংলাদেশ। সে দম্ভটা আজ ভেঙে গেল নাজমুল হোসেন শান্তর দলের। আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৮ রানে।
এই হারের পর নাজমুল হোসেন শান্ত দুষলেন ব্যাটিংকে। বিশেষ করে পাওয়ারপ্লে পরবর্তী ব্যাটিংয়ে প্রচুর ভুল ছিল, জানালেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বেশ ভালো বল করেছি। আমরা অনেক ভালো কিছু কাজ করেছি, কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা বেশ বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে মাঝের ওভারে। সেটাই আমাদের হারিয়েছে আজকে।‘
ব্যাট করতে নামার আগে কী ভাবনা ছিল দলের? শান্ত জানালেন, ‘আমাদের লক্ষ্য ছিল প্রথম ছয় ওভারে বেশ চড়াও হওয়া। যদি দ্রুত উইকেট খোয়াতাম, তাহলে স্বাভাবিক ব্যাটিং করতাম। কিন্তু সেটা হয়নি। তবে মাঝের ওভারে আমরা পরিকল্পনাটা বাস্তবায়নও করতে পারিনি।’
বোলিং আর ফিল্ডিংয়ের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। শান্ত বলেন, ‘পুরো টুর্নামেন্টের মতো আমরা বেশ ভালো বোলিং করেছি, পেসার, স্পিনার সবাই ভালো বল করেছে। বিশেষ করে রিশাদ দারুণ করেছে, এরপর ফাস্ট বোলাররাও ভালো বল করেছে। ফিল্ডিং গ্রুপ হিসেবেও আমরা বেশ ভালো করেছি।’
শেষে এসে ব্যাটিংয়ের সমালোচনা করেন তিনি আবারও। তার কথা, ‘আমাদের ব্যাটিংটা আরও ভালো হওয়া উচিত। আমাদের টপ অর্ডাররা পারফর্ম করতে পারেনি। এটা হতেই পারে। যেমনটা আমি বললাম, আমরা ব্যাট হাতে ভালো করিনি। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ব্যাট হাতে। প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা।’