‘সিটি অফ জয়’-এ জয়ের অপেক্ষায় বাংলাদেশ
কলকাতায় আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সেমির আশা বাঁচিয়ে রাখার শেষ সম্ভাবনা আজকের এই ম্যাচ, জয় ছাড়া কোন বিকল্প নেই সাকিব-মাহমুদউল্লাহদের। ডাচদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য কারণ উভয় দলই জিতেছে মাত্র একটি করে ম্যাচ।
সবশেষ নিজেদের দুইবারের দেখায় একবার করে জিতেছে উভয়েই। বিশ্বকাপ শুরুর আগে থেকেই অভিজ্ঞতা ও দলীয় শক্তি সামর্থ্যের বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখত যেকেউই, কিন্তু বর্তমান আসরে পরপর চার ম্যাচ শোচনীয় হারের পর বিশ্ব মঞ্চে সমালোচনার বোঝা বয়ে বেড়াচ্ছে টিম টাইগার্স। আজকের ম্যাচকে তাই সম্মান রক্ষার লড়াই বললেও ভুল কিছু হবে না।
সাম্প্রতিক সময়ে বাজে পারফম্যান্স ও ব্যক্তিগত কিছু পদক্ষেপের জন্য তীব্র সমালোচনার শিকার হয়ে আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সমর্থকরা তাঁর এবং পুরো দলের উপরই ক্ষিপ্ত। আজ তাই ঘুরে দাঁড়ানোর মনোভাব নিয়েই মাঠে নামতে হবে তাঁদের।
অপরপক্ষে এবারের আসরের আধিপত্য বিস্তার করা দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। আজও সেরকম কোনো অঘটন যে তারা ঘটাতেই চাইবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়তে হবে টাইগারদের।