বাংলাদেশের সঙ্গে শেষ হলো ওয়ার্নারের ক্রিকেট অধ্যায়
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ইনিংসটা শেষেও হয়তো ভাবতে পারেননি ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচটিই হয়ে যাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কেননা, আফগানদের ১১৫ রান টপকে গেলেই যে অজিরা চলে যেত সেমিফাইনালে।
তখন আরও একটি বিশ্বকাপ জয়ের সুযোগ পেত অজিরা। ডেভিড ওয়ার্নার নিশ্চয় সেই শিরোপা জিতেই দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি তার। বাংলাদেশ হেরে যাওয়ার সঙ্গে শেষ হলো ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়টাও। ভারতের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটে খেলা ম্যাচটিই হয়ে থাকল ওয়ার্নারের শেষ ইনিংস।
বিশ্বকাপের আগেই ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন নিজের অবসরের সময়টা। তখনই জানা গিয়েছিল বিশ্বকাপের সঙ্গে শেষ হবে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়। সেই অধ্যায়টাই অবশেষে শেষ হয়ে গেল ওয়ার্নারের।
ওয়ার্নারের বিদায় নিয়ে জশ হ্যাজেউড বলেন, ‘তার অসাধারণ এক ক্যারিয়ার ছিল। অজিদের হয়ে অবিশ্বাস্য যাত্রা ছিল তার। আমরা অবশ্যই তাকে মিস করব। তাকে গ্রুপের চারপাশে, মাঠের বাইরে এবং মাঠের বাইরে মিস করব। তার একটি দুর্দান্ত সব ফরম্যাটের ক্যারিয়ার ছিল। আমরা এটির কিছুটা স্বাদ পেয়েছি। এটি টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট এবং এখন টি-টোয়েন্টি ক্রিকেটেও। তাকে ছাড়া আমরা এটিতে একরকম অভ্যস্ত হয়ে গেছি। তবে আমরা এগিয়ে যাব।’
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে অন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ওয়ার্নারের। এরপর এই ফরম্যাটে অজিদের হয়ে ১১০টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়ার্নার। যেখানে ১টি সেঞ্চুরিসহ তার রান ৩ হাজার ২৭৭। এছাড়াও অজিদের হয়ে ১১২টি টেস্ট ও ১৬১ টি ওয়ানডে খেলার কীর্তি আছে ওয়ার্নারের।