সমর্থকদের হতাশ করে ক্ষমা চাইলেন শান্ত

সমর্থকদের হতাশ করে ক্ষমা চাইলেন শান্ত

অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। সেই সুযোগটা আরও বড় হয়ে ধরা দেয় যখন ব্যাট করতে নেমে আফগানদের ইনিংস থামে ১১৫ রানে। তখন বাংলাদেশের সামনে সমীকরণ ছিল ১২.১ ওভারে জিতলেই সেমিতে খেলতে পারবে বাংলাদেশ। তবে সেটি তো পারেইনি বাংলাদেশ উল্টো ম্যাচটাও হেরে বসেছে বাজেভাবে।

এমন হারে হতাশ সমর্থকরা। ক্রিকেটারদের জয়ের তাড়না নিয়ে উঠেছে প্রশ্ন। ১২.১ ওভারের মধ্যে জিততে যেখানে খেলতে হবে আক্রমণাত্মক ক্রিকেট সেখানে বাংলাদেশ দলের মধ্যে সেই চেষ্টাটুকুও চোখে পড়েনি। যা নিতে ব্যাটারদের নিয়ে সমালোচনা হচ্ছে। ব্যাটারদের এমন মানসিকতায় হতাশ বাংলাদেশের সমর্থকরা। যা বুঝতে পেরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

যা নিয়ে শান্ত বলেন, ‘সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলব, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা দেখেন, সব সময় আমাদের সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে ওইরকম ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত।’

সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে আফগানদের হারানোর এমন সুযোগও লুফে নিতে পারেনি শান্তর দল। যা নিয়ে হতাশার কথায় বলেছেন তিনি। শান্ত আরও বলেন, ‘এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল, ম্যাচটা আগে আমরা জিতব। কিন্তু যদি সে রকম পরিস্থিতি হয়, ওই সুযোগটা আমরা নেব (সেমিফাইনালের সমীকরণ)। যেটা আমাদের হাতে ছিল, ওটা আমরা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপই আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।’

সম্পর্কিত খবর