আবহাওয়া নয় ব্যর্থতার দায়টা নিজেদের কাঁধেই নিলেন ইমাদ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পরও সুপার এইটে খেলার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। সেই সুযোগ তারা নিয়েছিলও। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল তারা। তবে তার আগেই যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ায় দুই জয় ও ১ ম্যাচে পয়েন্ট ভাগ করে সুপার এইটে পা রাখে যুক্তরাষ্ট্র। বিদায় হয় পাকিস্তানের। এরপর থেকেই দেশটিতে ব্যাপক সমালোচিত হতে হচ্ছে পাকিস্তান দলকে।
অনেকে অবশ্য পাকিস্তানের হারের কারণ হিসেবে আইসিসি বা খারাপ আবহাওয়াকে দায়ী করছেন। তবে অবসর ভেঙে বিশ্বকাপে ফেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবশ্য তেমনটি মনে করেন না। তার মতে পাকিস্তানের ব্যর্থতার দায়টা তাদেরই।
ইমাদ বলেন, ‘এটা আমার কথা বলার জায়গা না কিন্তু আপনি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না। গত সপ্তাহে বৃষ্টি হয়েছে, সত্যি বলতে আমার জীবনে আমি কখনো এত বৃষ্টি দেখিনি। তাই আপনি আইসিসি বা মাঠকর্মীদের দোষ দিতে পারেন না। এটা একটা ইভেন্ট এবং তারা আগে থেকেই ভেন্যু ঠিক করে রেখেছিল। আমি জানি না, এটা ভেসে যাওয়া কঠিন ছিল কিন্তু হয়ে গেছে।’
গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হেরেছে সুপার ওভারে। আর ভারতের বিপক্ষে হেরেছে মাত্র ৬ রানের ব্যবধানে। যেই হারকে ঠিক মনে হয়নি ইমাদের। তার মতে জেতা উচিত ছিল ম্যাচ দুটি।
ইমাদ বলেন, ‘আমাদের এটা হতে দেয়া উচিত ছিল না। নিরাপদে থাকার জন্য আমাদের দুইটা ম্যাচেই জেতা উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি, কাজেই আপনি আবহাওয়া বা আইসিসির উপর দোষ চাপাতে পারেন না।’