কুকের রেসিপিতে বাংলাদেশকে আটকানোর ছক ডাচদের

  • নিউজরুম এডিটর
  • ১১:২০ এএম | ২৮ অক্টোবর, ২০২৩

২০১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ছিলেন রায়ান কুক। এই প্রোটিয়া কাজ করেছেন বাংলাদেশের ফিল্ডিং উন্নতিতে। তবে সে সব এখন অতীত। তার কোচিংয়েই বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। আর হারিয়ে দিয়েছে আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে। সেখানটাতেও উত্তরসূরিদের বশ করতে দারুণ পরিকল্পনার ছক কষেছিলেন কুক। সেই তিনি যে এবার বাংলাদেশকেও আটকানোর ছক কষছেন; তা ম্যাচের আগে অকপটে জানিয়েছেন দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্কে খুঁটিনাটি বেশ ভালোই জানা ছিল কুকের। প্রোটিয়াদের হারাতে তাই নিজের সেই অভিজ্ঞতা আর অভ্যন্তরীণ জ্ঞান কাজে লাগিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলটি সম্পর্কেও বেশ ভালোই জানাশোনা তার। লম্বা সময় কোচিং করানোয় জানেন ক্রিকেটারদের ভেতরের কথাও। বাংলাদেশ দলের এই ক্রিকেটারদের প্রায় সবাইকে খুব কাছ থেকে দেখেছেন কুক। বেশ ভালোই জানা আছে কোথায় কার দুর্বলতা। আর সে সব জায়গায় আজ আঘাত করতে চাইবেন তিনি।

বাংলাদেশ দলের সঙ্গে কুকের কাজ করার অভিজ্ঞতা যে নেদারল্যান্ডসকে সাহায্য করবে তেমনটাই জানিয়েছেন এডওয়ার্ডস, ‘এটি অবশ্যই আমাদের সাহায্য করবে, বিশেষ করে এই ধরণের বিশ্লেষক পক্ষের ক্ষেত্রে। তিনি বাংলাদেশ দলের সাথে দীর্ঘদিন কাজ করেছেন এবং এই ছেলেদের অনেককেই ব্যক্তিগতভাবে চেনেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং কুক এই স্কোয়াড সম্পর্কে যা জানেন তা ছড়িয়ে দিচ্ছেন। তবে স্পষ্টতই কিছু নতুন খেলোয়াড় আছে, খেলোয়াড়রাও প্রতিনিয়ত নিজেদের পরিবর্তন করছেন। আমরা তার কাছ থেকে যে তথ্য নিয়েছি তাই দিয়ে চেষ্টা করব যেন ম্যাচে তা প্রয়োগ করতে পারি। তবে প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের দক্ষতাগুলির কার্যকর ব্যবহার করছি।’

খেলার দুনিয়া | ফলো করুন :