শুক্রবার ফিরছেন শান্তরা
একটু এদিক ওদিক হলে আজ সংবাদ সম্মেলনে থাকতে পারতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান কিংবা অন্য কেউ। তাদের কণ্ঠে ঝরে পড়তে পারত সেমিফাইনালে প্রথমবারের মতো খেলার রোমাঞ্চ।
কিন্তু হয়নি শেষমেশ। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারের ভেতর জেতার সমীকরণটা মেলাতে পারেনি। শেষমেশ হেরেই বসেছে ৮ রানে। ফলে বিশ্বকাপের সুপার এইট থেকে রিক্ত হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
বিশ্বকাপ যাত্রা শেষে আজ বুধবারই দেশে ফেরার বিমানে উঠছেন শান্তরা। আগামী শুক্রবার সকাল আটটায় দেশে এসে পৌঁছুবেন তারা। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন স্পোর্টস বাংলাকে।
চলমান এই আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন জয় নিয়ে চলে যায় সুপার এইটে। জয়ের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। যদিও সামগ্রিক মানদণ্ডে এটা বেশ নগণ্যই।
দলের পক্ষে সর্বোচ্চ রানটা তাওহীদ হৃদয়ের। ৭ ম্যাচে ২২ ছুঁইছুঁই গড়ে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে করেছেন ১৫৩ রান। দলের পক্ষে দুটো ফিফটি এসেছে এই সাত ম্যাচে, একটা করেছেন সাকিব আল হাসান, আরেকটা লিটন দাস। এছাড়া দলের বাকি ব্যাটারদের পারফর্ম ছিল বেশ বিবর্ণ।
যদিও বোলিং বিভাগ সাফল্য পেয়েছে নিয়মিতই। ৭ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এক বিশ্বকাপে এর চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। রিশাদ এখন পর্যন্ত আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারীও। এছাড়াও তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানরাও বেশ পারফর্ম করেছেন দলের হয়ে।
এরপরও দলের সাফল্যটা আরও বড় হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। যার ফলে সুপার এইট শেষেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশকে।