ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ পাকিস্তানি কিংবদন্তির

ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ পাকিস্তানি কিংবদন্তির

বল হাতে দুর্দান্ত একটা সময় কাটছে ভারতীয় পেসার অরশদীপ সিংয়ের। ৬ ম্যাচে ১৫ উইকেট তুলে বল হাতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই সঙ্গে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হওয়ার পথে। মাত্র ১ উইকেট নিয়ে তার ঠিক ওপরেই আফগান পেসার ফজলহক ফারুকী। তবে ফারুকীর চেয়ে এক ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন তিনি। বল হাতে যখন এমন দারুণ সময় কাটছে তার; তখন তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক।

পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলের টক শোতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অরশদীপ সিংয়ের বিপক্ষে এই অভিযোগ তুলেছেন তিনি। ওই ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট তুলেন আরশদীপ। তার কারণেই অজিদের বিপক্ষে দাপুটে জয় পায় ভারত। যে হারের কারণে অজিদের বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের সুপার এইট থেকেও।

সেই ম্যাচে আরশদীপের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইনজামাম। বলেন, ‘১৫তম (১৬তম) ওভারে বল করতে এসে আরশদীপ তুলনামূলক নতুন বল দিয়েই রিভার্স সুইং করেন। এর মানে ১২-১৩ ওভারের দিকেই বলটি রিভার্স সুইংয়ের জন্য তৈরি ছিল। কারণ তিনি যখন বল করতে আসেন, তখন বল উল্টে যেতে শুরু করে। আর এসব বিষয়ে আম্পায়ারদের আরও সতর্ক থাকা উচিত।’

একই টক শোতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কোনো নির্দিষ্ট দলের বেলায় আইসিসি তার চোখ বন্ধ করে রাখে, ভারত তার মধ্যে অন্যতম।’

ইনজামাম যোগ করেন, ‘এ ঘটনা যদি পাকিস্তানের কোনো বোলারের সঙ্গে ঘটতো তাহলে সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে যেতো।’

অবশ্য এসব নিয়ে আপাতত মাথা ঘামানোর সুযোগ নেই ভারত বা আরশদীপের। কেননা, আগামীকাল রাত সাড়ে ৮ টায় ফাইনালে উঠার লড়াইয়ে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তাদের। যেখানে জিতলে নিশ্চিত হবে ভারতের ফাইনাল।

সম্পর্কিত খবর