কোন দল জিতবে বিশ্বকাপ জানালেন শোয়েব আখতার
বিশ্বকাপের বাকি আর মাত্র তিন ম্যাচ। বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সামনে। এই দলগুলোর মধ্যে কে হাসবে শেষ হাসিটা। কোন দলের অধিনায়কের হাতে উঠবে সোনালি ট্রফিটা; তা নিয়েই এখন চলছে জল্পনা। দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে চলছে বিস্তার আলোচনা। সেই আলোচনায় এবার নিজেকে সামিল করলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার। জানালেন বিশ্বকাপজয়ীর সম্ভাব্য তালিকায় কোন দলকে রাখছেন তিনি।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। অন্যদিকে ২০১৪ সালের পর ১০ বছর বিশ্বকাপের সেমিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। এই দুটি দল আগামীকাল প্রথম সেমিফাইনালে মাঠে নামবে সকাল সাড়ে ৬ টায়। এদিকে ইংল্যান্ড এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপেই ফাইনাল খেলেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে আইসিসির প্রতিটি আসরেই তারা অন্যতম ফেবারিট। এই দ’দল অর্থাৎ ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আগামীকাল রাত সাড়ে ৮ টায়।
এই চার দলের মধ্যে শোয়েব অবশ্য তার বিশ্বকাপজয়ীর তালিকায় রাখছেন ভারতকে। কারণ হিসেবে যুক্তিও দিয়েছেন তিনি। শোয়েব তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে ভারতীয় দল এবং বিশেষ করে রোহিতের প্রশংসা করেন।
শোয়েব বলেন, ‘সাবাস ভারত, এটা এখন তোমার বিশ্বকাপ। এটা আপনাদের জিততে হবে এবং বিশ্বকাপ উপমহাদেশে থাকা উচিত। আপনাদের আগেরটিও জেতা উচিত ছিল এবং এটিও। আপনি এটির শতভাগ প্রাপ্য। আমার সমর্থন আপনাদের সাথে আছে। রোহিতের উদ্দেশ্য ভালো এবং তার বিবেক পরিষ্কার। সে ট্রফি তোলার যোগ্য।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয় নিয়ে শোয়েব বলেন, ‘ভারতের জন্য এটা বিশাল জয়। তারা একটি বিশ্বকাপ হেরে যাওয়ার পর হতাশায় ভুগছিল। তাই তাদের জেতা উচিত ছিল। তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল এবং সেটা বিষণ্ণতায় পরিণত হয়েছিল। তারা অস্ট্রেলিয়াকে এবার পাল্টা আঘাত করেছে।’