২ সেমিফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন যারা
বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ। এবার পালা সেমিফাইনালের। দুই সেমিফাইনালের চার দল নিশ্চিত। প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে। এই দুই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা, তাদের তালিকাও এবার প্রকাশ করেছে আইসিসি।
আগামীকাল সকালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে সেমিফাইনাল পর্ব। সে ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ আর নিতিন মেনন। এই ম্যাচে রিচার্ড কেটেলবরো থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা।
একই দিনে গায়ানায় মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। সে ম্যাচে ইংল্যান্ড আর ভারত মুখোমুখি হবে। ক্রিস গ্যাফানি আর রডনি টাকার আম্পায়ার হিসেবে থাকবেন সে ম্যাচে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল।
এক নজরে সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা–
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান
রেফারি– রিচি রিচার্ডসন
অনফিল্ড আম্পায়ার– রিচার্ড কেটেলবরো ও নিতিন মেনন
টিভি আম্পায়ার– রিচার্ড কেটেলবরো
চতুর্থ আম্পায়ার– আহসান রাজা
ভারত-ইংল্যান্ড
রেফারি– জেফ ক্রো
অন ফিল্ড আম্পায়ার– ক্রিস গ্যাফানি ও রড টাকার
টিভি আম্পায়ার– জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার– পল রেইফেল