দ্বিতীয় সেমিতে নেই রিজার্ভ ডে, খেলা না হলে ফাইনালে উঠবে কারা? 

দ্বিতীয় সেমিতে নেই রিজার্ভ ডে, খেলা না হলে ফাইনালে উঠবে কারা? 

২০২২ আসরের পর এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে লড়বে ইংল্যান্ড ও ভারত। ইংলিশরা যখ গ্রুপপর্বে ও সুপার এইটে নানান সমীকরণ মিলিয়ে উঠল সেমিতে সেখানে রোহিতরা শুরু থেকেই আছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত আসরে একটি ম্যাচও হারেনি ভারত। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নামবে ইংল্যান্ড ও ভারত। সেই ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে অনেকটাই। এতে ম্যাচ যদি না গড়ায় সেখানে ফলাফল আসবে কীসের ভিত্তিতে? 

ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। আবহাওয়া পূর্বাভাস জানানোর ওয়েবসাইট আকুওয়েদারের সূত্রমতে, গায়ানায় সকালে বৃষ্টির সম্ভাবনা ৮৮ শতাংশ এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা ১২ শতাংশ। এতেই ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা জোরালো। এদিকে রিভার্ভ ডে না থাকলেও ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট রাখা হয়েছে। তবে সেই সময়ও যদি বৃষ্টির কারণে পেরিয়ে যায় তখন ম্যাচের ফলাফল যাবে সুপার এইট পর্বের সমীকরণে। 

বৃষ্টিতে ম্যাচের মূল সময়সহ অতিরিক্ত সময়ও যদি পেরিয়ে যায় তাহলে ফাইনালে উঠে যাবে ভারত। কেননা সুপার এইটে গ্রুপ ‘ওয়ান’ তারা তিনটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছেছে সেমিতে। এদিকে ইংল্যান্ড তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে সেমিতে পৌঁছেছে রানার্স-আপ হয়ে। এতে সুপার এইটের এই সমীকরণে এগিয়ে আছে ভারত এবং বৃষ্টিতে পুরো ম্যাচ পরিত্যক্ত হলে ভারত উঠে যাবে ফাইনালে। 

এদিকে প্রথম সেমিতে লড়বে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এই ম্যাচের জন্য আছে রিভার্ভ ডে। বৃষ্টির কারণে আগামীকাল সকালের এই ম্যাচটি শুরু না হলে সেটি গড়াবে শুক্রবার সকালে (বাংলাদেশ সময়)।  

সম্পর্কিত খবর