সেমিফাইনালে গুরবাজকে পাবে তো আফগানিস্তান?
প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে আফগানিস্তান খানিকটা দুশ্চিন্তাতেই আছে বৈকি! দলের ইন ফর্ম ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে সোমবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই চোটটা পান গুরবাজ। হাঁটুতে পাওয়া এই চোটের কারণে সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যান গুরবাজ।
এবার সেমিফাইনালের মঞ্চেও তিনি খেলবেন কি না, তা নিয়ে জেগেছে শঙ্কা। ম্যাচের আগে আফগানরা অনুশীলন করেনি, ফলে এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ঠিক সময়ে তিনি যদি সুস্থ না হন, তাহলে আফগানরা হজরতউল্লাহ জাজাইকে টপ অর্ডারে ফেরাতে পারে।
সঙ্গে আসতে পারে অন্য একটা পরিবর্তনও। আফগান দলে গুরবাজের ভূমিকাটা যে স্রেফ ওপেনারের নয়, উইকেটরক্ষকেরও। তার বিদায় মানে দুজনের চলে যাওয়া একসঙ্গে।
সে শূন্যতা পূরণে আরও একটা পরিবর্তন আনতে হবে আফগানিস্তানকে। উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাককে ঢোকানো হবে দলে। সেক্ষেত্রে করিম জানাতকে জায়গা ছাড়তে হতে পারে।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ–
ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ/হজরতউল্লাহ জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, করিম জানাত/মোহাম্মদ ইসহাক, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, নাভিন উল হক, নুর আহমেদ, ফজলহক ফারুকি