যেকোনো মুহূর্তে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ

  • নিউজরুম এডিটর
  • ০১:৩৬ পিএম | ২৮ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের আগে লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। সুযোগ হয়নি এশিয়া কাপের দলেও। শঙ্কা ছিল বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও। অনেকেই তো প্রশ্ন তুলেছিলেন কেন এখনও অবসর বলছেন না মাহমুদউল্লাহ। সেই তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে করলেন বাজিমাত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একা হাতে লড়াই করে হাঁকালেন সেঞ্চুরি। তার ব্যাটেই এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

ক্যারিয়ারে ৪টি ওয়ানডে শতকের চারটিই এসেছে আইসিসি ইভেন্টে। যা নিয়ে নিজেকে অবশ্য সৌভাগ্যবানই ভাবছেন মাহমুদউল্লাহ। আইসিসির প্রকাশিত ভিডিওতে অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘২০০৭ সালে বাংলাদেশের হয়ে আমার অভিষেক হয়। অনেক বছর ধরে খেলছি। আমি সৌভাগ্যবান যে আইসিসি ইভেন্টে শতকগুলো করতে পেরেছি।’

অনেকের ধরনা বিশ্বকাপেই হয়তো অবসরের ঘোষণা দেবেন। মাহমুদউল্লাহ এ ব্যাপারে নিজে কি ভাবছেন তাও জানিয়েছেন আইসিসিকে। বলেন, ‘এটাই সত্যি যে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। আর কত দিন খেলব, সেটা শরীর এবং পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে যেকোনো মুহূর্তে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিতে পারি।’

তিনি না থাকলেও বাংলাদেশ দলের হাল ধরার মতো অনেকেই আছেন বলে বিশ্বাস তার। তার মতে, ‘বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। যেসব প্রতিভা আমাদের ড্রেসিংরুমে আছে; যেমন মোস্তাফিজ, তাসকিন, শান্ত, লিটন এবং মিরাজরাই এরপর সিনিয়র হবে। সম্ভবত তারাই দলকে এগিয়ে নেবে। একদিন তারাই বাংলাদেশের কিংবদন্তি হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :