এক ওভারে ৪৩, তবুও লজ্জার বিশ্বরেকর্ড গড়া হলো না রবিনসনের!

এক ওভারে ৪৩, তবুও লজ্জার বিশ্বরেকর্ড গড়া হলো না রবিনসনের!

স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর বহু ক্রিকেটারই এই কীর্তি গড়ে দেখিয়েছেন। এবার ইংলিশদের আরেক পেসার তো ব্রডের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন। এক ওভারে ৪৩ রান খরচ করেছেন তিনি। তার বিপক্ষে এদিন ব্যাটার ছিলেন লুইস কিম্বার। এমন মার হজম করেও অবশ্য লজ্জার বিশ্বরেকর্ডটা গড়তে পারেননি তিনি।

অবশ্য ব্রড রেকর্ডটি আন্তর্জাতিক ক্রিকেটে করলেও রবিনসন এই রান খরচ করেছেন ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে। লেস্টারশায়ারের বিপক্ষে ইনিংসের ৫৯ তম ওভারে এসে এই রান খরচ করেছেন সাসেক্সের রবিনসন।

ওই ওভারে মোট তিনটি নো বল করেছেন রবিনসন। যার কারণে তাকে ওভার শেষ করতে হয় ৯ বলে। যেই সুযোগেই তার বিপক্ষে ৪৩ রান তুলেছে কিম্বার। রবিনসনকে ওই ওভারে পাঁচটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে ওভারের শেষ বলটিতে নিয়েছেন একটি সিঙ্গেল। সব মিলিয়ে ওভারটি ছিল এমন ৬, ৬ (নো), ৪, ৬, ৪, ৬ (নো), ৪, ৬ (নো) ও ১ ।

অবশ্য ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে এর চেয়েও বেশি রান খরচ করার রেকর্ড আছে। ১৯৮৯-৯০ মৌসুমে এক ওভারে ৭৭ রান খরচ করেছিলেন রবার্ট ভ্যান্স। যা এখন পর্যন্ত এ তালিকার শীর্ষে। তবে এ তালিকায় এবার দ্বিতীয় স্থান দখল করেছেন রবিনসন।

রবিনসন অবশ্য ইংল্যান্ডের টেস্ট দলে বেশ পরিচিত মুখ। ইংলিশদের হয়ে এরইমধ্যে ২০টি টেস্ট খেলে ফেলেছেন এই পেসার। ঘরোয়া ক্রিকেটে তার এমন মার খাওয়া তাই খানিকটা বদনামেরই।

অবশ্য এমন মার হজম করলেও শেষ পর্যন্ত ম্যাচটা তার দলই জিতেছে। লেস্টারশায়ারকে ১৮ রানে হারিয়ে দিয়েছেন সাসেক্স। যেখানে বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন রবিনসন আর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ২ উইকেট।

সম্পর্কিত খবর