ইটস টাইম ফর আফ্রিকা?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:১০ এএম | ২৭ জুন, ২০২৪

দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়ে ফেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৫৬ রানে অলআউট করে ৮.৫ ওভার শেষেই সে লক্ষ্য তাড়া করে ফেলেছে। প্রথম বারের মতো পা রেখেছে কোনো বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচে গড়া হয়ে গেছে বেশ কিছু রেকর্ড। সেসব রেকর্ডে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক!
১. দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে প্রথম বারের মতো। এর আগে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল এক বার খেলেছিল দলটা। ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা শিরোপাটা জিতেছিল।
৮. দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে টানা ৮ ম্যাচে জিতেছে। যৌথভাবে এটা টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড। এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০২২ বিশ্বকাপে নিজেদের শেষ তিন আর ২০২৪ বিশ্বকাপে শুরুর পাঁচ ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল দলটা।
ইতিহাসে প্রথম বারের মতো টানা আট টি-টোয়েন্টি জিতল দক্ষিণ আফ্রিকা। এর আগের রেকর্ডটা ছিল ৭ ম্যাচের। ২০০৯ আর ২০২১ সালে এই রেকর্ড গড়ে দলটা।
৫৬. আফগানিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগের রেকর্ডটা ছিল বাংলাদেশের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপে ৭২ রানে অলআউট হয়েছিল মোহাম্মদ নবীর দল। এটা আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ডও। এর আগের রেকর্ডটাও হয়েছিল এই বিশ্বকাপে, শ্রীলঙ্কা ৭৭ রানে অলআউট হয়েছিল।
১. আফগানিস্তানের ৫৬ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এর আগের রেকর্ডটা ছিল ১০১ রানের। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আর ২০১২ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা গড়ে এই রেকর্ড।
৬৭. দক্ষিণ আফ্রিকা এতগুলো বল হাতে রেখে জিতেছে এই ম্যাচ। এর আগে এই রেকর্ড ছিল ৫১ বল হাতে রেখে জেতার, ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৩০ রান তাড়া করতে গিয়ে এই রেকর্ড গড়ে দলটা।
২. ইনিংসের সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। আফগানিস্তানের ইনিংস দিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় বারের মতো এই কীর্তি দেখা গেল। অন্য কীর্তিটার দেখা মিলেছিল ২০১০ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচে, সেদিন আইরিশরা অলআউট হয়েছিল ৬৯ রানে, সর্বোচ্চ ১৯ রান করেছিলেন মিস্টার এক্সট্রা।
১৭. এই বিশ্বকাপে ফজলহক ফারুকীর উইকেটসংখ্যা। এক বিশ্বকাপে সর্বোচ উইকেটের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ২০২১ বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে এই রেকর্ডটা এতদিন নিজের করে রেখেছিলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ১০ উইকেট ফারুকী নিয়েছেন পাওয়ারপ্লেতে। ২০১০ সালে এই রেকর্ডটা গড়েছিলেন অস্ট্রেলিয়ান ডার্ক নানেস, এই রেকর্ডেও ভাগ বসালেন ফারুকী। ।
৫-০. দক্ষিণ আফ্রিকার আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে জয় পরাজয়ের পরিসংখ্যান এটা। তাদের আগের চার দেখাও হয়েছিল বিশ্বকাপে। দুটো টি-টোয়েন্টি (২০১০ ও ২০১৬) বিশ্বকাপে আর বাকি দুটো ওয়ানডে বিশ্বকাপে (২০১৯ আর ২০২৩)।

খেলার দুনিয়া | ফলো করুন :