ফাইনালে উঠে মার্করাম বললেন, ‘ভাগ্যিস টসে হেরেছিলাম’
‘ভাগ্য ভালো টসে হেরেছিলাম। আমারাও (টসে জিতলে) আগে ব্যাটিং নিতাম।’ কথাগুলো ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করামের। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিধান্ত নেয় আফগানরা এবং প্রোটিয়া বোলারদের দলীয় নৈপুণ্যে স্রেফ ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। পরে মামুলি সেই লক্ষ্য ৮ ওভার ৫ বলে তুলে ৯ উইকেটের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় প্রোটিয়ারা।
টসে জিতে ব্যাটিং নেওয়া আফগানরা শুরু থেকেই শেষ পর্যন্ত ভুগেছে ব্যাট হাতে। তবে টসে জিতলে আগে ব্যাটিং নিতেন প্রোটিয়ারাও। এতে হয়তো তাদেরও আগে ব্যাটিংয়ে করতে হতো সংগ্রাম। তাই তো টস হারায় নিজেদের ভাগ্যবান বলেই দাবী করলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ফাইনালে উঠার অনুভূতি প্রকাশ করে মার্করাম বলেন, ‘খুবই ভালো লাগছে। এটি দারুণ এক দলীয় প্রচেষ্টা। আরও একটি ম্যাচ জিতে ট্রফি জেতার কাছে আসার জন্য সত্যিই অনেক আনন্দিত। ভাগ্য ভালো টসে হেরেছিলাম। আমারাও (টসে জিতলে) আগে ব্যাটিং নিতাম।’
ম্যাচ পুরোটা সহজ দিয়েছিল বোলাররাই। ইয়ানসেন, রাবাদা, নর্কিয়া, শামসি মিলে তুলেছেন ১০টি উইকেট। এতে বোলারদের প্রশংসা করতেও ভোলেননি মার্করাম। ‘বোলাররা সঠিক জায়গা পেয়েছিল এবং এই কন্ডিশনে এটাকে সহজ রেখেছিল। ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল কিন্তু আমরা জানতাম এটা (জয়) একটা জুটির ব্যাপার।’
২৬ বছর পর আইসিসি কোনো ইভেন্টে ফাইনালে পৌঁছাল দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বকাপের ইতিহাসে এই ‘প্রথম’। এর আগে সবশেষ ১৯৯৮ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে সেমিতে জিতেছিল প্রোটিয়ারা। সেবার জিতেছিল শিরোপাটাও। তবে এরপর আইসিসির ১০টি ইভেন্টের (একটি ড্র) সেমিতে উঠলেও ফাইনালে পৌঁছানো হয়েছিল না তাদের।