প্রোটিয়া-আফগানদের ম্যাচে যত রেকর্ড
ইতিহাস গড়ে আফগানদের ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমে বোলারদের দলীয় নৈপুণ্যে স্রেফ ৫৬ রানেই আফগানদের গুটিয়ে দেয় প্রোটিয়া। পরে মামুলি সেই লক্ষ্য ৬৭ বল ও ৯ উইকেট হাতে রেখেই তুলে নেয় এইডেন মার্করামের দল। এই ম্যাচে দল দুটি মিলে গড়ে চাওয়া-না চাওয়ার একাধিক রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো।
বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ‘প্রথম’
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সাতবার সেমিতে পৌঁছেও একবারও ফাইনাল খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। অবশেষে অষ্টমবারে এসে সেমি-জুজু কাটিয়ে ফাইনালে পৌঁছাল প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০০৯ ও ২০১৪ আসরে সেমিতে খেলেছিল তারা। এছাড়া ওয়ানডে বিশ্বকাপের ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ ও সবশেষ ২০২৩ আসরেও সেমিতে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের নকআউটে ‘সর্বনিম্ন’ সংগ্রহ
আফগানদের ৫৬ রানের এই সংগ্রহ কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি নয়, টুর্নামেন্টের যেকোনো নক-আউট পর্বের সর্বনিম্ন সংগ্রহ। এদিকে এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আফগানদের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে পুরো এক দশক আগে ২০১৪ আসরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ৭২ রানে অলআউট হয়েছিল তৎকালের মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দলটি। পরে সেই ম্যাচটি ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
‘৬৭’ বল বাকি রেখে জয়
আফগানদের ৫৭ রানের লক্ষ্য ৮ ওভার ৫ বলে, অর্থাৎ ৬৭ বল হাতে রেখেই তুলে ফেলে প্রোটিয়ারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে ৫১ বল বাকি থাকতে জিতেছিল তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সংক্ষিপ্ত’ ম্যাচ
ম্যাচটি দুই ইনিংস মিলিয়ে মোট বল হয়েছে ১২৪টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বলে হিসেবে যা সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। এর আগে ২০১৪ বাংলাদেশ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছিল ২০৩ বলে। এতে এই ম্যাচটি শেষ হলো আরও ৭৯ বল আগেই।
এক বিশ্বকাপে কোনো বোলারের ‘সর্বোচ্চ’ উইকেট
বিশ্বকাপের এই আসরে ৮ ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। যা বিশ্বকাপের এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ। এতে ফারুকি ছাড়িয়ে গেছেন লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ডকে। এর আগে ২০২১ আসরে এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। সেই রেকর্ড এখন ফারুকির দখলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ‘অষ্টম’ জয়
চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত যাত্রা ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত আট ম্যাচের আটটিতেই জিতেছে তারা। যা যৌথভাবে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ড। ২০২২ ও এবারের ২০২৪ আসর মিলিয়ে টানা আট ম্যাচে জিতেছে অজিরাও। এতে প্রোটিয়ারা ফাইনাল জিতলেই রেকর্ডটি করে নিবে এককভাবে।