বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে লঙ্কানদের দায়িত্ব ছাড়লেন সিলভারউড
ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি দেখতে হয়েছে শ্রীলঙ্কাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বও পেরোতে পারেনি দলটি। আর এই ব্যর্থতার দায় নিয়েই এবার পদত্যাগ করেছেন লঙ্কানদের প্রধান কোচ ক্রিস সিলভারউড।
পদত্যাগের ঘোষণায় সিলভারউড বলেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর মনে করছি এখনই আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সান্নিধ্যে সময় কাটানো প্রয়োজন।’
লঙ্কান ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ায় বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন সিলভারউড। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়, কোচ, ব্যাকরুম স্টাফ এবং এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। শ্রীলঙ্কায় থাকার সময়ে তাদের সমর্থন ছিল অসাধারণ। সমর্থন ছাড়া, কোনো সাফল্য সম্ভব হতো না।’
ক্রিস সিলভারউড ২০২২ সালের এপ্রিলে লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নেন। ক্রিকেটার জীবনে ক্রিস সিলভারউড ছিলেন একজন পেসার। যার প্রভাব দেখা গেছে লঙ্কানদের পেস বিভাগেও। তার অধীনে দিলশান মাদুশঙ্কা, অসিথা ফার্নান্দো, মাথিশা পাথিরানা এবং নুয়ান থুশারাদের দেখা গেছে নজর করতে। তার অধীনে বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০২২ এশিয়া কাপ জিতেছিল লঙ্কানরা। এছাড়াও সবশেষ ওয়ানডে ফরম্যাটে হওয়া এশিয়া কাপেও ফাইনাল খেলেছে লঙ্কানরা।