ভারতকে সুবিধা দিচ্ছে আইসিসি, জবাব দিলেন রোহিত
ভারতকে বাড়তি সুবিধা দেয় আইসিসি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতি অভিযোগটা পুরনো। সেই অভিযোগ চলতি বিশ্বকাপেও উঠেছে আইসিসির বিপক্ষে। যেখানে বলা হচ্ছে ভারতকে বাড়তি সুবিধা দিতে বাকি দলগুলোর সঙ্গে অন্যায় করছে আইসিসি। যা নিয়ে সেমিফাইনালের আগে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সংবাদ সম্মেলনে আসা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি অবশ্য তেমন মনে করেন না। তাছাড়া বিষয়টি নিয়ে মাথাও ঘামাতে নারাজ রোহিত। তার মতে, এটা আইসিসির মাথাব্যথার বিষয় তার নয়।
ভারতকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে আইসিসির বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড ও মাইকেল ভন প্রশ্ন তুলেছেন। লয়েডের মতে, পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে ইচ্ছে করেই রেখেছে আইসিসি। এটা তাদের পূর্ব পরিকল্পনার অংশ। যাতে এই ম্যাচকে কেন্দ্র করে ব্যবসা করা যায়। আর সঙ্গে এক আসরে দুইবার দুটি দলের দেখা হয়।
তাছাড়া এবারের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা কিনা, আসর শুরুর আগেই জেনে গিয়েছিল সেমিফাইনালে তারা কোথায় খেলবে। যা নিয়ে লয়েড প্রশ্ন তুলে বলেন, ‘আমরা যে ফিক্স করি এটি হলো তার একমাত্র উদাহরণ। আমরা এই নির্দিষ্ট বিশ্বকাপেই অনেক কিছু ফিক্স করেছি। জিনিসগুলি সুন্দরভাবে তুলে ধরতে নিপুণভাবে পরিচালনা করেছি। কিন্তু এটা ঠিক নয়।’
সাধারণত যেই দল সবার পরে সেমিফাইনালে উঠে তারাই খেলেন দ্বিতীয় সেমিফাইনালে। যাতে ম্যাচে নামার আগে বাকি দলগুলোর মতোই কিছুটা সময় পায় সবার পরে সেমি নিশ্চিত করা দল। সে হিসেবে দ্বিতীয় সেমিফাইনালে খেলার কথা আফগানিস্তানের। তবে সেটি হয়নি এক্ষেত্রে। কেননা, ভারতের সেমিফাইনালের ভেন্যু ও তাদের সুবিধা মতো সময় আগেই চূড়ান্ত হয়ে ছিল। যাকে বাকিদের জন্য অন্যায় বলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ভন।
তিনি এক্সে লিখেছেন, ‘নিশ্চিতভাবে ম্যাচটি (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) গায়ানায় (প্রথম সেমিফাইনাল) হতে পারত…কিন্তু পুরো ইভেন্টই যখন ভারতকে লক্ষ্য করে সাজানো, তখন অন্যদের সঙ্গে খুবই অন্যায় হয়ে গেছে।’
এসব বিষয় নিয়ে ইংল্যান্ড ম্যাচে আগে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রোহিতকে। যার উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো সুবিধা। এখানকার অনেক ক্রিকেটারই আলাদা মাঠে খেলেছে। আমি নিশ্চিত ইংল্যান্ডেরও অনেক ক্রিকেটার এই মাঠে খেলেছে। কাজেই এটা কোনো সুবিধা নয়। দিনশেষে আপনি ভালো ক্রিকেট খেলতে এবং ম্যাচ জিততে চান। আমি বিষয়টাকে এভাবেই দেখছি।
প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হলেও এই ম্যাচে নেই। বলা হয়েছে এই ম্যাচ কোনো কারণে বৃষ্টির কারণে না হলে জয় পাবে দু’দলের মধ্যে টুর্নামেন্টে যেই দল বেশি ভালো করেছে। সে হিসেবে কোনো ম্যাচে না হারায় ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ভারত। অর্থাৎ খেলা না হলেও ফাইনালে উঠে যাবে ভারত। এখানেও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত।
তবে রোহিত সেটা মানতে নারাজ। তার মতে, ‘দেখুন কন্ডিশনের ওপর কারো হাত নেই। আমরা জানি না কি হতে চলেছে। আমি চিন্তিত শুধুমাত্র এটা নিয়ে যে, যদি খেলাটি দেরীতে শেষ হয়, আর আমরা যদি আমাদের চার্টার ফ্লাইট মিস করি। অবশ্য আমাদের পরবর্তী ভেন্যুতে নিয়ে যাওয়া আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মাথাব্যথা। আর আমাদের ভাবনা কীভাবে এই খেলাটি ভাল খেলতে পারি এবং আমাদের পক্ষে ফলাফল পেতে পারি।’