বাংলাদেশকে নিয়মিত জয়ের মন্ত্র জানালেন পোলক

বাংলাদেশকে নিয়মিত জয়ের মন্ত্র জানালেন পোলক

বছর বিশেক আগে বাংলাদেশ শুরু করেছিলো বড় দলগুলোকে হারিয়ে চমক দেখানো। নিয়মিত না পারলেও হুট হাট বড় দলগুলোকে চমকে দেওয়ার এই সময়টা চলেছে প্রায় দশ বছর আগ পর্যন্ত। ২০১৫ থেকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ নিয়মিত বড় দলগুলোকে হারিয়েছে বলে কয়ে। বড় দলগুলোকে নিজেদের মাটিতে তিন ফরম্যাটেই হেসেখেলে হারাতে পারত বাংলাদেশ। তবে দিন যত যাচ্ছে বিদেশের মাটিতে ছোট কিংবা বড় দলের সাথে বাংলাদেশের লড়াই হয়ে যাচ্ছে কঠিনতর। বড়দের কাছে হার আর তুলনামূলক দুর্বলদের বিপক্ষে নাকানিচুবানি খাওয়া এখন চোখে পরছে নিয়মিতই।

শক্তিসামর্থ্য থাকার পরও এভাবে মাঝে মাঝে জয় পাওয়াটা বেশ দৃষ্টিকটু লেগেছে প্রোটিয়া গ্রেট শন পোলকের কাছে। বিশ্বকাপ দেখতে এসে ওয়েস্ট ইন্ডিজ এবং অ্যামেরিকায় আসা এই কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার ভাবনা শেয়ার করেছেন বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যমের কাছে।

যেখানে পোলক বলেন, ‘'আমার মনে হয়, বাংলাদেশ দলে বেশ কজন ভালো খেলোয়াড় আছে। তবে ধারাবাহিকতার খুব অভাব, যা এ ধরনের টুর্নামেন্টে ভালো করার জন্য খুব জরুরী। নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকেই হারাতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন তো হলো। শুধু হঠাৎ হঠাৎ নয়, বাংলাদেশের এখন নিয়মিত জেতার সময় হয়েছে।’

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে কঠিন লড়াই করে সুপার এইটে পা রাখে বাংলাদেশ। সেখানে অবশ্য কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নাজমুল শান্তর দল। ক্রিকেটারদের লড়াই করার মানসিকতা নিয়েও উঠেছে প্রশ্ন। লম্বা সময় ধরে ক্রিকেট খেলার পরও ক্রিকেটারদের এমন মানসিকতা তাই অবাক করেছে সাবেক এই প্রোটিয়াকেও।

বাংলাদেশ ক্রিকেটের আসল সমস্যা কোথায়? ম্যানেজমেন্টে সমস্যা নাকি লিডারশীপে? কোন জায়গায় দরকার পরিবর্তন? সেসব নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন পোলক।

সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমি ঠিক বলতে পারব না। তবে বাংলাদেশ দলে আমি খুব ঘন ঘন পরিবর্তন হতে দেখি। সাপোর্ট স্টাফে পরিবর্তন, অধিনায়কত্বে পরিবর্তন…এটা কোনো দলের জন্যই ভালো নয়। জীবনের সব ক্ষেত্রেই সাফল্য পেতে স্থায়িত্ব লাগে।’

শন পোলক তাদের পরামর্শ দিচ্ছেন। নীতি নির্ধারকরা সেটা শুনবেন কিনা কিংবা ভেবে দেখবেন কিনা সেটা তাদের বিষয়। তবে শুনলে নিশ্চয়ই মন্দ হবে না।

সম্পর্কিত খবর