সেমিফাইনালের শুরুতেই বৃষ্টির বাধা, কি বলছে হিসেব?

সেমিফাইনালের শুরুতেই বৃষ্টির বাধা, কি বলছে হিসেব?

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও নেই দ্বিতীয় সেমিফাইনালের জন্য। এই ম্যাচের জন্য কেবল অতিরিক্ত ২৫০ মিনিট সময় রেখেছে আইসিসি। আর কোনো কারণে এই সময়ের মধ্যেও খেলা শেষ না করা গেলে সুপার এইটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল উঠে যাবে ফাইনালে। সেই দলটি কে- ইংল্যান্ড না ভারত, উত্তর; ভারত। অর্থাৎ বৃষ্টির কারণে খেলা না হলে আগামী ২৯ জুন ব্রিজটাউনের ফাইনালে উঠে যাবে ভারত। যেখানে তাদের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা।

এই সব তথ্য জানানোর কারণ, ইংল্যান্ড-ভারত দ্বিতীয় সেমিফাইনালে ভেন্যু গায়ানায় একটু পরপরই চলছে বৃষ্টি। টসের জন্য নির্ধারিত সময় ৮ টায় হয়নি টস। যার কারণ হিসেবে বলা হয়েছে ভেজা আউট ফিল্ডের কথা। বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতিও বেশ নাজুক। এই অবস্থায় খেলা শুরু করাটা কঠিনই হতে যাচ্ছে। কেননা, গায়ানায় বৃষ্টি থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হচ্ছে। যা ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জাগিয়ে তুলছে শঙ্কা। আর তাছাড়া আবহাওয়ার পূর্বাভাসেও বলা হচ্ছে এমন আশঙ্কার কথায়।

তবে ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে আইসিসি। তবে সেক্ষেত্রে ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দল দুটিকে। গ্রুপপর্বের ম্যাচের জন্য এটা ৫ ওভার করে নির্ধারিত থাকলেও সেমি ও ফাইনালেও জন্য নিয়মটা ১০ ওভারের। তবে এই ওভারও যদি মাঠে না গড়ানো সম্ভব হয় আর অন্যদিকে ম্যাচের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত ২৫০ মিনিট সময়ও যদি পেরিয়ে যায় তখন জিতে যাবে ভারত।

আর এমনটার কারণ, সুপার এইটের পয়েন্টকে আনা হবে বিবেচনায়। যেখানটাতে কোনো হার নেই ভারতের। অন্যদিকে সুপার এইটে ইংল্যান্ড হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যার খেসারত হয়তো এই ম্যাচে দিতে হতে পারে ইংল্যান্ডকে। গায়ানার আবহাওয়া অন্তত সেই শঙ্কায় জাগিয়ে তুলছে।

সম্পর্কিত খবর